AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 League: আইপিএলের মাঝেই আরও একটা অকশন! নজরে কেকেআরের তরুণ

Prithvi Shaw-Indian Cricket: আইপিএলের উঠতি তারকা আয়ুষ মাহত্রে, অংকৃষ রঘুবংশী এবং তনুশ কোটিয়ানের মতো তারকারা এই নিলামে আকর্ষণের তালিকায় থাকবেন। ১৭ বছর বয়সী মাহত্রে চলতি আইপিএলে অভিষেক করেছেন।

T20 League: আইপিএলের মাঝেই আরও একটা অকশন! নজরে কেকেআরের তরুণ
Image Credit: PTI FILE
| Updated on: May 06, 2025 | 9:17 PM
Share

কলকাতা: চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ। লিগ এখন জমজমাট পরিস্থিতিতে। তিনটি দল ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তবে কোনও দলই এখনও সরকারি ভাবে প্লে-অফ নিশ্চিত করেনি। এর মাঝেই আরও একটা বড় অকশন। ছ’বছর পর ফিরছে মুম্বই প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগ। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই টুর্নামেন্ট দীর্ঘ সময় বন্ধ ছিল। এ বারের লিগে তারকাদের ছড়াছড়ি। আট দলের এই লিগের তৃতীয় সংস্করণ এটি। ২৬ মে থেকে ৮ জুন পর্যন্ত ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স ও সিএসকের জার্সি গায়ে যে দুই তরুণ প্লেয়াররা আইপিএলে নজর কাড়ছেন, মুম্বই প্রিমিয়ার লিগের অকশনে বাড়তি আকর্ষণ দুই তরুণ অংকৃষ রঘুবংশী ও আয়ুষ মাহত্রে।

আগামী কাল অর্থাৎ ৭ মে এই টুর্নামেন্টের নিলামের আসর বসতে চলেছে। মোট ২৮০ জন খেলোয়াড় এই নিলামে নাম নথিভুক্ত করেছেন। আইপিএলের উঠতি তারকা আয়ুষ মাহত্রে, অংকৃষ রঘুবংশী এবং তনুশ কোটিয়ানের মতো তারকারা এই নিলামে আকর্ষণের তালিকায় থাকবেন। ১৭ বছর বয়সী মাহত্রে চলতি আইপিএলে অভিষেক করেছেন। চেন্নাই সুপার কিংসের তরুণ ব্যাটার চোখ ধাঁধানো পারফর্ম করেছেন। তেমনই রঘুবংশী এবং কোটিয়ান ছাড়াও মুশির খানের দিকেও বাড়তি নজর।

মূলত মুম্বই থেকে যাতে আরও নতুন প্রতিভা উঠে আসে তাঁর জন্যই এই টুর্নামেন্ট আয়োজন করা। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অভয় হাদাপ বলেন, “অকশনের এই তালিকাটি মুম্বই ক্রিকেটের প্রতিভার গভীরতা এবং গুণমানকে নির্ধারণ করে। আমাদের এই নিলামে যে তালিকা তৈরি হয়েছে তাতে উঠতি তারকা এবং প্রতিষ্ঠিত প্লেয়ারদের একটি অসাধারণ মিশ্রণ রয়েছে। যার ফলে ফ্র্যাঞ্চাইজি গুলিকে একটি প্রতিযোগিতামূলক স্কোয়াড তৈরি করতে সাহায্য করবে।”

তিনি আরও বলেন, “যেহেতু আমরা ভারতীয় ক্রিকেট সুপারস্টারদের পরবর্তী প্রজন্মকে প্রচার করার লক্ষ্যে কাজ করছি। তাই এই নিলাম একটি গেম-চেঞ্জার মুহূর্ত হতে চলেছে। কেবল দল গুলির জন্য নয়, বরং খেলোয়াড়দের কাছেও এটি একটি দারুণ মঞ্চ হতে চলেছে নিজেদের প্রমাণ করার জন্য। ইতিমধ্যেই দল গুলি নিজেদের আইকন প্লেয়ারদের নিশ্চিত করেছে। যার মধ্যে রয়েছেন সূর্যকুমার যাদব (ট্রায়াম্ফ নাইটস মুম্বই নর্থ ইস্ট), অজিঙ্ক রাহানে (বান্দ্রা ব্লাস্টার্স), শ্রেয়স আইয়ার (সোবো মুম্বই ফ্যালকনস), পৃথ্বী শ (নর্থ মুম্বই প্যান্থার্স), শিবম দুবে (এআরসিএস আন্ধেরি), শার্দূল ঠাকুর (ঈগল থানে স্ট্রাইকার্স), সরফরাজ খান (আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্ন সাবার্বস) এবং তুষার দেশপান্ডে (মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস)।