AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli ভিডিয়ো : আকাশের ‘কান্না’, পাখিরাও সাদা ‘জার্সিতে’ সম্মান জানাল বিরাট কোহলিকে!

IPL 2025, Royal Challengers Bengaluru: বেঙ্গালুরুর বৃষ্টি ম্যাচ পণ্ড করে দেয়। সমর্থকরা যে পরিকল্পনা করেছিলেন, সেটা অবশ্য পূরণ করেছেন। সমর্থকদের মতো পাখিরাও কি সম্মান জানিয়েছে বিরাট কোহলিকে?

Virat Kohli ভিডিয়ো : আকাশের 'কান্না', পাখিরাও সাদা 'জার্সিতে' সম্মান জানাল বিরাট কোহলিকে!
Image Credit: PTI
| Updated on: May 18, 2025 | 4:19 PM
Share

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হওয়ার কারণে স্থগিত ছিল আইপিএল। তার মাঝে আরও কারণে মন খারাপ ক্রিকেটপ্রেমীদের। এক সপ্তাহের মধ্যেই টেস্ট ক্রিকেট থেকে পরপর অবসর ঘোষণা রোহিত শর্মা, বিরাট কোহলির। টেস্ট ক্রিকেট থেকে বিরাটের বিদায় শুধু ভক্তদের নয়, নাড়া দিয়েছে প্রাক্তনী-বিশেষজ্ঞদেরও। এত ফিট থাকা সত্ত্বেও কেন অবসর নিলেন তা নিয়ে প্রশ্ন উঠছেই। ফিরেছে আইপিএল। চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা। বেঙ্গালুরুর বৃষ্টি ম্যাচ পণ্ড করে দেয়। সমর্থকরা যে পরিকল্পনা করেছিলেন, সেটা অবশ্য পূরণ করেছেন। সমর্থকদের মতো পাখিরাও কি সম্মান জানিয়েছে বিরাট কোহলিকে?

কিংবদন্তি খেলোয়াড়দের অবসরকে স্মরণীয় করে রাখার জন্য, বিদায়ী ম্য়াচের আয়োজন করা হয়। কিন্তু অনেক কিংবদন্তির মতোই বিরাট কোহলি-রোহিত শর্মাদের ক্ষেত্রে সেটা হয়নি। বিরাটের অবসর অবাক করার মতোই। কোহলির ফ্যান ফলোয়িং যে কত বেশি, বলার অপেক্ষা রাখে না। সেই ফ্যানেরাই বিরাটের টেস্ট অবসরকে স্মরণীয় করে তুলতে চেয়েছিলেন। আইপিএল ম্যাচেই আরসিবির রঙিন জার্সির বদলে বিরাটের নাম লেখা টেস্ট জার্সিতে গ্যালারিতে উপস্থিত সমর্থকরা। ম্যাচ না হলেও একটা অদ্ভুত ঘটনা দেখা গেল।

বৃষ্টির জন্য অপেক্ষা বাড়ছিল চিন্নাস্বামীতে। ধীরে ধীরে সময় কমতে থাকে। বৃষ্টি থামায় আশার আলো দেখা গিয়েছিল। মাঠে নামে সুপার সপারও। যদি ছোট ম্যাচও হয় সেই আশায় গ্যালারিতে অপেক্ষা করছিলেন সমর্থকরা। কিন্তু ফের বৃষ্টি নামে। বৃষ্টির সময়ই চিন্নাস্বামীর আকাশে একঝাঁক সাদা পায়রাকে উড়তে দেখা যায়। সেই দেখে সমর্থকদেরও গর্জন। গ্যালারিতে উপস্থিত এক সমর্থক বলেন, ‘আকাশ কাঁদছে, সাদা পায়রা উড়ছে চিন্নাস্বামীর উপরে, গ্যালারিতে ভক্তরা সাদা জার্সিতে- কী দুর্দান্ত একটা ট্রিবিউট বিরাট কোহলির জন্য।’ যদিও অপেক্ষাই সার, ম্যাচ আর হয়নি। জায়ান্ট স্ক্রিনে কয়েক বার বিরাটের দেখা মিলেছে মাত্র।