Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AB de Villiers: ভারতীয় দলের হেড কোচ হবেন এবি ডিভিলিয়ার্স! কী বলছেন?

Indian Cricket Team Head Coach: গত কয়েক দিন ধরেই ভারতীয় ক্রিকেটে আলোচনায় বেশ কিছু নাম। ভারতীয় দলের কোচ কে হতে পারেন, এই নিয়ে নানা জল্পনা। দেশ-বিদেশের অনেক নামই রয়েছে সম্ভাব্য তালিকায়। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটের রিকি পন্টিং, চেন্নাই সুপার কিংসের হেড কোচ স্টিফেন ফ্লেমিংদের কথা শোনা গিয়েছে। রিকি পন্টিং দাবি করেছেন, তাঁর কাছে প্রস্তাব থাকলেও রাজি হননি।

AB de Villiers: ভারতীয় দলের হেড কোচ হবেন এবি ডিভিলিয়ার্স! কী বলছেন?
Image Credit source: X
Follow Us:
| Updated on: May 24, 2024 | 5:00 PM

রাহুলের দ্রাবিড়ের পর ভারতীয় দলের হেড কোচ হবেন এবি ডিভিলিয়ার্স? সম্ভব না অসম্ভব, সেটা পরের বিষয়। সম্ভবনা কতটা সেটাও বলা কঠিন। আপাতত নেই, এটুকু হয়তো বলা যায়। তবে সুযোগ এলে কী করবেন মিস্টার ৩৬০ ডিগ্রি এবি ডিভিলিয়ার্স? ভারতীয় ক্রিকেটে তাঁর জনপ্রিয়তা কম নয়। দীর্ঘ সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন এবিডি। আন্তর্জাতিক ক্রিকেট খেলতেও ভারতে এসেছেন। তাঁকে ভারতীয় ক্রিকেট প্রেমীরা পছন্দ করেন। ভারতের ক্রিকেটারদের সঙ্গে দারুণ বন্ধুত্ব। কোচের পদে হঠাৎই উঠে আসছে এবিডির নাম। কী বলছেন তিনি?

গত কয়েক দিন ধরেই ভারতীয় ক্রিকেটে আলোচনায় বেশ কিছু নাম। ভারতীয় দলের কোচ কে হতে পারেন, এই নিয়ে নানা জল্পনা। দেশ-বিদেশের অনেক নামই রয়েছে সম্ভাব্য তালিকায়। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটের রিকি পন্টিং, চেন্নাই সুপার কিংসের হেড কোচ স্টিফেন ফ্লেমিংদের কথা শোনা গিয়েছে। রিকি পন্টিং দাবি করেছেন, তাঁর কাছে প্রস্তাব থাকলেও রাজি হননি। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ পরিষ্কার করে দিয়েছেন, অস্ট্রেলিয়ার কাউকেই কোচের প্রস্তাব দেওয়া হয়নি। সম্ভাবনার তালিকায় আরসিবির কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের নামও রয়েছে। সে ভাবেই উঠে এসেছে এবিডি প্রসঙ্গ।

ভারতীয় ক্রিকেট বোর্ড যেহেতু কোচ খুঁজছে, সে কারণেই এবিডিকে জিজ্ঞেস করা হয় তাঁর আগ্রহ রয়েছে কিনা। এবিডি বলছেন, ‘আমার সত্যিই কোনও ধারনা নেই। মনে হয়, কোচিংটা আমি উপভোগ করব। হয়তো কিছু বিষয় পছন্দ হবে না, আমাকে অনেক কিছু শিখতে হবে। সময়ের সঙ্গে সবকিছুই সম্ভব। হতেই পারে আগামী দিনে আমার মধ্যেও কোচিংয়ের মানসিকতা তৈরি হল। আমার বয়স ৪০। এত দিনে যা শিখেছি, তা হয়তো জুনিয়র প্লেয়ারদের এমনকি সিনিয়রদেরও কাজে লাগতে পারে।’

তা হলে কি এ বারই কোচিংয়ে নেমে পড়তে চান এবিডি? বলছেন, ‘কিছু প্লেয়ারের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে। তবে এখনই ফুল টাইম হেড কোচ হওয়ার মতো জায়গায় নেই। আমার ইচ্ছে রয়েছে, তবে এখনই নয়। সময় আসুক, পরিস্থিতি হয়তো বদলে যেতেই পারে।’