কলকাতা: আপনার কি মন খারাপ? যদি ক্রিকেট প্রেমী হন, হলপ করে বলা যায়, মন ভালো হয়ে যাবে। কিউট বললেও কম বলা হয়। এমনই একটা ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বয়স মাত্র তিন। তার ক্রিকেট স্কিল এবং সেলিব্রেশন দেখে বোঝার উপায় নেই। বরং মনে হবে, কেউ যেন প্রতিযোগিতা মূলক ক্রিকেট খেলছে। দক্ষিণ আফ্রিকার এই খুদের ভিডিয়ো দেখে অনেকই বলছেন, নেক্সট এবি ডিভিলিয়ার্স! বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মাত্র তিন বছরেই এমন স্কিল! এই প্রতিভা একেবারেই হেলাফেলার নয়। দক্ষিণ আফ্রিকায় প্রতিভার অভাব নেই। নানা কিংবদন্তি ক্রিকেটারই উঠে এসেছেন। তবে এবি ডিভিলিয়ার্সকে নিয়ে ক্রিকেট বিশ্বে বাড়তি আবেগ রয়েছে। তিনি যেমন প্রয়োজনের সময় ব্লকাথন ইনিংস খেলেছেন, তেমনই তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের বিষয়ে কে না জানেন! তাঁর শট খেলার দক্ষতা আশ্চর্যের বিষয়ই। মাঠের এমন কোনও জায়গা ছিল না, যেদিকে তিনি বল পাঠাতে পারতেন না। যে কারণে তাঁকে মিস্টার ৩৬০ ডিগ্রিও ডাকা হয়।
মাথায় টুপি। হাতে প্রায় নিজের উচ্চতার ব্যাট। সেটা দিয়েই একের পর এক দুর্দান্ত শট খেলছেন। কখনও টুপি খুলে সেলিব্রেট করছেন। আবার কখনও ব্যাট তুলে। কখনও পিচে ব্যাট ঠুকে দেখে নিচ্ছেন সব ঠিক আছে কীনা। একেবারে সিনিয়র, তারকা ক্রিকেটারদের মতোই অভিব্যক্তি। শটেরও নানা বৈচিত্র। যে খুদের ভিডিয়ো ঘুরছে, তার মধ্যেও এমনই ছাপ!
ভিজিয়োর এই তিন বছরের খুদের নাম হুগো মাভেরিক হিথ। ইন্সটাগ্রামে প্রচুর পেজ রয়েছে, যেখানে এই খুদের ভিডিয়ো রয়েছে। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে ডারবান সুপার জায়ান্টসের সমর্থনেও দেখা গিয়েছে এই খুদেকে।