KKR Captain: কিং খানের টিমে নতুন অধিনায়ক, বাঁ হাতি ব্যাটারকেই বেছে নিল কেকেআর

Nitish Rana, IPL 2023 : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজেও খেলতে পারেননি শ্রেয়স। আইপিএলেও তাঁর খেলা নিয়ে সংশয় ছিলই। নেতা বাছাই নিয়ে প্রবল চাপে ছিল কলকাতা নাইট রাইডার্স টিম ম্য়ানেজমেন্ট।

KKR Captain: কিং খানের টিমে নতুন অধিনায়ক, বাঁ হাতি ব্যাটারকেই বেছে নিল কেকেআর
Image Credit source: KKR
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2023 | 6:20 PM

কলকাতা : শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) নেতৃত্ব দেবেন কে? গত কয়েক দিন ধরে এই প্রশ্ন ঘোরাফেরা করছিল আইপিএলের (IPL 2023) দুনিয়ায়। কাকে দেওয়া যেতে পারে নেতৃত্বের ভার, অনেককে নিয়েই আলোচনা চলছিল নাইট শিবিরে। অবশেষে নতুন ঘোষণা করা হল কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক নাম। বাঁ হাতি ব্য়াটার নীতীশ রানা (Nitish Rana) এই মরসুমে নেতৃত্ব দেবেন বেগুনি। শ্রেয়স আইয়ার পিঠের চোটে কাবু। সম্প্রতি বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচ অর্থাৎ আমেদাবাদ টেস্টে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজেও খেলতে পারেননি শ্রেয়স। আইপিএলেও তাঁর খেলা নিয়ে সংশয় ছিলই। নেতা বাছাই নিয়ে প্রবল চাপে ছিল কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত TV9Bangla-য়।

কিছুক্ষণ আগেই কলকাতা নাইট রাইডার্সের তরফে এক প্রেস বিবৃতিতে নতুন অধিনায়ক হিসেবে নীতীশ রানার নাম ঘোষণা হয়েছে। শ্রেয়স আইয়ার চোটে কাবু। সূত্রের খবর, বোর্ডের তরফে তাঁকে অস্ত্রোপচারের পরামর্শও দেওয়া হয়েছিল। যদিও বোর্ডের পরামর্শ এড়িয়ে যান শ্রেয়স! অস্ত্রোপচার হলে এ বছর ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন শ্রেয়স। সে কারণেই তিনি ঝুঁকি নিয়েই অস্ত্রোপচার না করানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর। নতুন অধিনায়ক হিসেবে নীতীশ রানার নাম ঘোষণার পাশাপাশি কেকেআর টিম ম্যানেজমেন্ট আরও জানিয়েছে, এ বারের আইপিএলে শেষ দিকে শ্রেয়সকে পাওয়া যেতে পারে!

নীতীশ রানাকে অধিনায়ক বেছে নেওয়া প্রসঙ্গে কেকেআরের তরফে জানানো হয়েছে, রাজ্য ক্রিকেট দলকে (দিল্লি) সাদা বলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে নীতীশের। ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সে নিয়মিত খেলছেন নীতীশ। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও ভরসা রেখেছেন নীতীশ রানার দক্ষতার উপর। স্কোয়াডে আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটাররাও রয়েছেন। ফলে তাঁদের কাছ থেকেও নীতীশ সহযোগিতা পাবে, এই কথাই বলছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।