পুনে: ধারাবাহিক ভাবে পারফর্ম করার পুরস্কার পেলেন কর্নাটকের ডান হাতি পেসার প্রসিধ কৃষ্ণা (Prasidh Krishna)। ইংল্যান্ডের বিরুদ্ধে পুনেতে (pune) প্রথম ওয়ান ডে ম্যাচে অভিষেক (debut) হল তাঁর। শুধু প্রসিধই নন, একই সঙ্গে ওয়ান ডে (odi) অভিষেক হল ক্রুণাল পান্ডিয়ারও (Krunal Pandya)। টি-টোয়েন্টির মতো এ বার ওয়ান ডে-তেও থাকছেন ‘পান্ডিয়া ব্রাদার্স’রা।
ODI debut for @krunalpandya24 ?
International debut for @prasidh43 ?#TeamIndia @Paytm #INDvENG pic.twitter.com/Hm9abtwW0g— BCCI (@BCCI) March 23, 2021
গত চার-পাঁচ বছর ধরে ঘরোয়া ক্রিকেটে টানা পারফর্ম করছেন প্রসিধ। কর্নাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে জন্যই তাঁকে ২০১৭ সালে নিয়েছিল কেকেআর। আইপিএলেও নিজেকে প্রমাণ করেছেন। মহম্মদ সামি, যশপ্রীত বুমরার পরবর্তী প্রজন্মের বোলার হিসেবে দেখা হচ্ছে তাঁকে। ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলেছেন, ‘প্রসিধ কিন্তু সাদা বলের ক্রিকেটে কয়েক বছর ধরে টানা ভাল বোলিং করছে। আমি যখন ভারতীয় টিমের সঙ্গে ছিলাম, তখন থেকেই ওকে বিকল্প হিসেবে ভাবা শুরু হয়ে গিয়েছিল।’
আরও পড়ুন:আইএসএল জন্ম দিচ্ছে নতুন তারকার, বলছেন সুনীল
ভারতের হয়ে ১৮টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ক্রুণাল। সেই তিনিই এখন ৫০ ওভারের ম্যাচেও ডেবিউ করে ফেললেন। মঙ্গলবার তাঁকে টিমের তরফে ওয়ান ডে ক্যাপ তুলে দেওয়া হয়, কান্নায় ভেঙে পড়েন ক্রুণাল। দীর্ঘ দিন ধরেই এই দিনটার অপেক্ষায় ছিলেন তিনি। যেন স্বপ্নপূরণ হল তাঁর।