Virat Kohli : দুই ইনিংস মিলিয়ে ১৯ রান! এক যুগ আগে বিরাটের টেস্ট অভিষেক কেমন ছিল? 

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 20, 2023 | 3:35 PM

Virat Kohli Test Debut : বিগত এক যুগ ধরে ব্যাটে রানের ফুলঝুরি ছুটিয়েছেন। একের পর এক শতরানে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে ছুঁতে চেয়েছেন।

Virat Kohli : দুই ইনিংস মিলিয়ে ১৯ রান! এক যুগ আগে বিরাটের টেস্ট অভিষেক কেমন ছিল? 
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: দেখতে দেখতে ১২ বছর! ভারতীয় টেস্ট ক্রিকেটে বিরাট যুগের সূচনা হয়েছিল আজ থেকে। দেশের প্রাক্তন অধিনায়কের টেস্ট ডেবিউয়ের এক যুগ পূর্তি আজ। ২০১১ সালের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংসটনে কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন বিরাট (Virat Kohli)। সেদিন থেকে আজ পর্যন্ত অর্থাৎ ১২ বছর ধরে জাতীয় দলের ক্যাপ্টেন ও সফল ব্যাটার হিসেবে নিজেকে মেলে ধরে বিরাট। তাঁর ক্যাপ্টেন্সিতে লাল বলের ফরম্যাটে ভারতীয় দল বিদেশের মাটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ জিতেছে। বিগত এক যুগ ধরে ব্যাটে রানের ফুলঝুরি ছুটিয়েছেন। একের পর এক শতরানে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে ছুঁতে চেয়েছেন। তবে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির টেস্ট অভিষেক পর্বের সূচনাটা মনের মতো হয়নি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জামাইকাতে দুই ইনিংসে সর্বসাকুল্যে তাঁর ব্যাটে উঠেছিল মাত্র ১৯ রান! বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

বিরাটের প্রথম টেস্ট ম্যাচের পারফরম্যান্সের আগে ভারতীয় ক্রিকেটে ২০ জুন দিনটির মাহাত্ম্য সম্পর্কে জানা যাক। এই দিনে তিনজন এমন ক্রিকেটারের টেস্ট ডেবিউ হয়েছিল যাঁরা একেকজন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। বিরাট কোহলি ছাড়া বাকি দু’জন হলেন রাহুল দ্রাবিড় ও সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৯৯৬ সালে টেস্ট ডেবিউ হয়েছিল সৌরভ ও দ্রাবিড়ের। সেদিক থেকে ভারতীয় ক্রিকেটের জন্য ২০ জুন দিনটি ভীষণ পয়া। এই তিন সুপারস্টার কেরিয়ারে ১০০টির বেশি টেস্ট ম্যাচ খেলেছেন।

২০১১ সালের ২০ জুন জামাইকার কিংসটনে ডান হাতি ব্যাটারের টেস্ট অভিষেক পর্বটা মোটেও সুখের ছিল না। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে বিরাটের ব্যাটে উঠেছিল মোট ১৯ রান। প্রথম ইনিংসে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১০ বল খেলেন। তবে ৪ রানের বেশি খাতায় তুলতে পারেননি তিনি। বিরাটকে প্যাভিলিয়নে ফেরান ফিডেল এডওয়ার্ডস। দ্বিতীয় ইনিংসেও এডওয়ার্ডসের শিকার হন বিরাট। ৫৪ বল খেলে ১৫ রান করতে পেরেছিলেন তিনি। ম্যাচটি ৬৩ রানে জিতে নিয়েছিল ভারত। সূচনাটা মনের মতো না হলেও একজন ব্যাটার ও ক্যাপ্টেন হিসেবে ভারতীয় ক্রিকেটের মোড় ঘুরিয়ে দিয়েছেন বিরাট।

ক্যাপ্টেন হিসেবে বিরাটের টেস্ট রেকর্ড

  • ম্যাচ: ৬৮
  • জয় : ৪০
  • হার : ১৭
  • হারের শতকরা : ৫৮.৮২
  • টেস্ট মেস জয় : ৫
  • রান : ৫, ৮৬৪
  • গড় : ৫৪.৮
  • ১০০/২০০ : ২০/৭
  • অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ী প্রথম ভারতীয় ক্যাপ্টেন

টেস্টে ব্যাটার কোহলির সাফল্য

  • ১০৯ টেস্টে মোট ৮,৪৭৯ রান
  • দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় ১১টি শতরান সহ মোট ২৮টি সেঞ্চুরি