Emerging Asia cup : মাত্র এক ম্যাচ খেলে এশিয়া কাপের ফাইনালে ভারত! কীভাবে?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 20, 2023 | 2:47 PM

India A Team : ১২ জুন থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ভারতীয় এ টিম মাত্র একটি ম্যাচ খেলেছে। তারপরও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছে উইমেন ইন ব্লু।

Emerging Asia cup : মাত্র এক ম্যাচ খেলে এশিয়া কাপের ফাইনালে ভারত! কীভাবে?
Image Credit source: Twitter

Follow Us

হংকং: ঘাম ঝরাতেই হল না। হংকংয়ে চলতি এসিসি উইমেন্স ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পা রাখল ভারত। ১২ জুন থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ভারতীয় এ টিম মাত্র একটি ম্যাচ খেলেছে। তারপরও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছে উইমেন ইন ব্লু। কিন্তু কীভাবে? হংকংয়ে ইমার্জিং এশিয়া কাপের শুরু থেকে বাধা হয়েছে বৃষ্টি। শ্রেয়াঙ্কা পাটিল, তিতাস সাধুরা টুর্নামেন্ট শুরু করে আয়োজক হংকংকে হারিয়ে। শ্রেয়াঙ্কা পাটিলের পাঁচ উইকেটে মাত্র ৩৪ রানে হংকংকে গুটিয়ে দিয়েছিল ভারত। শুরুটা দুর্দান্ত হলেও ভারতের গ্রুপ পর্বের দুটি ম্যাচ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ ভেস্তে যায়। নির্দিষ্ট দিনে সেমিফাইনাল ম্যাচ না হওয়ায় রিজার্ভ ডে গড়িয়েছিল ম্যাচ। কিন্তু হংকংয়ের নাছোড় বৃষ্টি সেটুকুও হতে দিল না। বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে সেমিফাইনাল ম্যাচ শুরু হয়নি। রিজার্ভ ডে বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় পয়েন্ট টেবলে ভালো জায়গায় থাকার সুবাদে ফাইনালে পা রেখেছে ইন্ডিয়া এ। দ্বিতীয় সেমিফাইনাল চলছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে। বুধবার, ইমার্জিং এশিয়া কাপে ভারত-পাকিস্তান স্বপ্নের ফাইনাল হওয়ার সম্ভাবনা। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

গ্রুপ পর্বে ভারতীয় দলের দ্বিতীয় ম্যাচ ছিল নেপালের বিরুদ্ধে। যদিও বৃষ্টির কারণে ম্যাচের বল গড়ায়নি। গত ১৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। সেই ম্যাচেও ভিলেন হয়ে দাঁড়ায় বৃষ্টি। তা সত্ত্বেও গ্রুপ এ থেকে শেষ চারে জায়গা করে নেয় ভারত। বাকি দলগুলি হল শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং পাকিস্তান। গ্রুপ বি থেকে সেমিফাইনালে ওঠে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সোমবার, ১৯ জুন ইমার্জিং এশিয়া কাপের দুটি সেমিফাইনালের ম্যাচ হওয়ার কথা ছিল। ভারতের সেমিফাইনাল খেলার কথা ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। বৃষ্টি পিছু ছাড়েনি সেদিনও। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ ভেস্তে যায়। একইসঙ্গে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটিরও বল গড়ায়নি। আজ, মঙ্গলবার রিজার্ভ ডে-তে দুটি সেমিফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে ভারত-শ্রীলঙ্কা প্রথম সেমিফাইনালের রিজার্ভ ডে ধুয়ে যায়। মাত্র এক ম্যাচ খেলে ফাইনালে পা রেখেছে ভারত।

যদিও বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শুরু হয়েছে। পাকিস্তান সেমিফাইনাল জিতে গেলে বুধবার মং কক স্টেডিয়ামে ইমার্জিং এশিয়া কাপে ভারত ও পাকিস্তান স্বপ্নের ফাইনাল ম্যাচ হবে।

Next Article