Rohit Sharma: ‘বেচারা রোহিত, ষড়যন্ত্রটা বুঝতে পারছে না…’, ঝড় তুললেন প্রাক্তন
India vs Australia New Year Test Day 1: জসপ্রীত বুমরা টসে শুধু জানান, রোহিত নিজেকেই বিশ্রাম দিয়েছে। এতেই ক্ষুব্ধ দেশের প্রাক্তন ক্রিকেটার। ভারতীয় টিমে 'অপারেশন' রোহিত অনেক আগেই শুরু হয়েছিল? তিনি অন্তত তাই মনে করেন। রোহিতকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে বলেও তাঁর অনুমান। আর কী বলছেন?
সিডনি টেস্ট শুরুর আগের দিনই চিত্রটা অনেক পরিষ্কার ছিল। অপেক্ষা ছিল একাদশ সামনে আসার। টসের পরই সিলমোহর। সিডনি টেস্টের একাদশে নেই রোহিত শর্মা। জসপ্রীত বুমরা টসে শুধু জানান, রোহিত নিজেকেই বিশ্রাম দিয়েছে। এতেই ক্ষুব্ধ দেশের প্রাক্তন ক্রিকেটার। ভারতীয় টিমে ‘অপারেশন’ রোহিত অনেক আগেই শুরু হয়েছিল? তিনি অন্তত তাই মনে করেন। রোহিতকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে বলেও তাঁর অনুমান। আর কী বলছেন?
বর্ডার-গাভাসকর ট্রফির এই সংস্করণে পাঁচ ইনিংসে ৩১ রান করেছেন রোহিত শর্মা। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও ব্যাট হাতে ভরসা দিতে পারেননি। ভারতীয় টিমের অন্দরে ভাঙন, এই জল্পনা দীর্ঘ। তবে গত দু-তিনদিনে পরিস্থিতি আরও জটিল হয়েছে। রোহিতের ‘বিশ্রাম’ যেন প্রত্যাশিতই ছিল। বুমরা টসে আরও বলেন, ‘আমাদের ক্যাপ্টেন এই ম্যাচে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে। এর থেকেই পরিষ্কার আমাদের টিমে কতটা একতা রয়েছে। টিমের স্বার্থে এমন সিদ্ধান্ত নিতেও পিছপা হয় না। এই টিমে কেউ স্বার্থপর নয়, এটি তার উদাহরণ।’
টসে সঞ্চালক ছিলেন রবি শাস্ত্রী। ভারতীয় দলের প্রাক্তন কোচও। তিনি অবশ্য রোহিতকে নিয়ে বাড়তি কিছু জিজ্ঞেস করেননি বুমরাকে। আর এই ঘটনাকেই ‘রহস্যজনক’ মনে করছেন আর এক প্রাক্তন সঞ্জয় মঞ্জরেকর। স্টার স্পোর্টসে বলেন, ‘রবির থেকে এমনটা খুবই রহস্যজনক। আমি অবাক হয়েছিলাম। ভারতীয় ক্রিকেটের এই ষড়যন্ত্রটা কিছুতেই বুঝে উঠতে পারি না। ভারতীয় সংস্কৃতিরই সমস্যা। আমরা কাউকে বাদ দিতে হলে এত লুকোনোর চেষ্টা করি।’
এই খবরটিও পড়ুন
সঞ্জয় আরও যোগ করেন, ‘রোহিত শর্মা ৬২টি টেস্ট খেলেছে। সমর্থকরাই এই খেলাকে দুর্দান্ত করে তুলেছে। ওরা যখন দেখছে, বুমরা টসে যাচ্ছেন, সমর্থকদের মাথায় প্রথম প্রশ্নটাই আসবে, রোহিত শর্মার কী হয়েছে? ও নিজে থেকে সরে দাঁড়িয়েছে? ওকে কি বাদ দেওয়া হয়েছে? টসে বুমরাকেও জিজ্ঞেস করা হল না। আমি টস পরিচালনা করেছি বেশ কয়েক বার। টস জিতে ব্যাটিং না বোলিং নয়, আমার প্রথম প্রশ্নই হত রোহিতকে নিয়ে।’
একই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় সরাসরি লিখেছেন সঞ্জয় মঞ্জরেকর। রোহিতকে নিয়ে তাঁর বার্তা, ‘রোহিত সেই একই রয়ে গেল। টিমের জন্য যেটা সঠিক সেটাই করল। কিন্তু এর জন্য যে ষড়যন্ত্র চলছিল, তা অনুমান করতে পারেনি। টসের সময় একবার জিজ্ঞেসও করা হল না।’
রোহিত শর্মা বিশ্রাম নিয়েছেন, এটা বিশ্বাস করা যে কঠিন, বারবার বলছেন। সঞ্জয়ের কথায়, ‘সরকারি ভাবে বিষয়টা হল, রোহিত বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে। সমর্থকরা সেটা বিশ্বাস করবে? আরে রোহিত তো পারথ টেস্টে খেলেনি। নিউজিল্যান্ড সিরিজের আগে এমনকি ঘরোয়া ক্রিকেটেও না। সুতরাং, এই টিমে সত্যিই যদি কারও বিশ্রামের প্রয়োজন পড়ে সেটা ভারপ্রাপ্ত অধিনায়ক বুমরার। কারণ, প্রথম ম্যাচ থেকেই খেলে যাচ্ছে।’