Indian Cricket: ‘টাকা কামাও, শুধু…’, ঈশানদের পরামর্শ প্রবীণের

Mar 04, 2024 | 7:50 PM

Shreyas Iyer-Ishan Kishan: ঈশান-শ্রেয়সকে বোর্ডের চুক্তি থেকে বাদ দেওয়ায় অনেকেই মনে করছেন, কঠিন শাস্তি। আবার কেউ বলছেন, এমনটা প্রয়োজন ছিল। ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব যাতে হারিয়ে না যায়, এই বার্তা প্রয়োজন ছিল। শ্রেয়স আইয়ার অবশ্য বোর্ডের নির্দেশের চাপে পড়ে রঞ্জি সেমিফাইনালে খেলেছেন। ঈশান কিষাণকে দেখা গিয়েছে আইপিএলের প্রস্তুতিতে। ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেছেন ঈশান। শুধুমাত্র আইপিএল খেলাই কি তাঁদের লক্ষ্য?

Indian Cricket: টাকা কামাও, শুধু..., ঈশানদের পরামর্শ প্রবীণের
Image Credit source: X

Follow Us

গত কয়েক সপ্তাহ ধরেই ভারতীয় ক্রিকেটে ডামাডোল। আলোচনার কেন্দ্রে ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার। সম্প্রতি বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন এই দু-জন। শ্রেয়স, ঈশানের আচরণে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড। সে কারণেই এমন সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের আগে হঠাৎই স্কোয়াড থেকে সরে দাঁড়ান ঈশান কিষাণ। ইংল্যান্ডের বিরুদ্ধেও ফেরেননি। বোর্ডের তরফে তাঁকে বলা হয়েছিল রঞ্জি ট্রফি খেলতে। সেই নির্দেশ অমান্য করেন। অন্য দিকে, শ্রেয়স আইয়ার চোটের অজুহাতে রঞ্জি কোয়ার্টার ফাইনালে খেলেননি। ঈশান-শ্রেয়স ইস্যুতে এ বার মুখ খুললেন প্রবীণ কুমার। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ঈশান-শ্রেয়সকে বোর্ডের চুক্তি থেকে বাদ দেওয়ায় অনেকেই মনে করছেন, কঠিন শাস্তি। আবার কেউ বলছেন, এমনটা প্রয়োজন ছিল। ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব যাতে হারিয়ে না যায়, এই বার্তা প্রয়োজন ছিল। শ্রেয়স আইয়ার অবশ্য বোর্ডের নির্দেশের চাপে পড়ে রঞ্জি সেমিফাইনালে খেলেছেন। ঈশান কিষাণকে দেখা গিয়েছে আইপিএলের প্রস্তুতিতে। ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেছেন ঈশান। শুধুমাত্র আইপিএল খেলাই কি তাঁদের লক্ষ্য?

বোর্ডের চুক্তি থেকে শ্রেয়স-ঈশানের বাদ প্রসঙ্গে দেশের প্রাক্তন পেসার প্রবীণ কুমার বলছেন, ‘দীর্ঘ সময় ধরেই বলে আসছি, টাকা কামাও, কে মানা করেছে? অর্থ উপার্জন অবশ্যই জরুরি। তার মানে এই নয়, অর্থ উপার্জনের জন্য দেশের হয়ে কিংবা ঘরোয়া খেলব না। এখন যেন অনেক ক্রিকেটারের মস্তিষ্কে ঢুকে গিয়েছে, আমি এক মাস আগে থেকে বিশ্রাম করব, তারপর আইপিএল খেলব। এত টাকার হাতছানি কীভাবে ছাড়া যায়! টাকা অবশ্যই প্রয়োজন, শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে গুরুত্ব দিয়ে নয়। বিষয়টা ঠিক নয়। প্লেয়ারদের এই ব্যালান্স করাটাই শিখতে হবে।’

Next Article