AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs PAK: টস জিতলেন রিজওয়ান, মিশন ‘পাক-বধে’ উইনিং কম্বিনেশন ভাঙলেন না রোহিত

ICC Champions Trophy 2025: বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচের বল মাঠে গড়াল বলে। দুবাইতে টস ভাগ্য সঙ্গ দিল না রোহিত শর্মার। পরপর দুটো ম্যাচে টস হারলেন তিনি। এ বার দেখার ম্যাচ ভারতের ঝুলিতে আসে কিনা।

IND vs PAK: টস জিতলেন রিজওয়ান, মিশন 'পাক-বধে' উইনিং কম্বিনেশন ভাঙলেন না রোহিত
টস জিতলেন রিজওয়ান, মিশন 'পাক-বধে' উইনিং কম্বিনেশন ভাঙলেন না রোহিতImage Credit: BCCI
| Updated on: Feb 23, 2025 | 2:26 PM
Share

দুবাই: অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। মরুশহরে মেগা ম্যাচে সম্মুখ সমরে রোহিতের মেন ইন ব্লু এবং রিজওয়ানের গ্রিন আর্মি। দুটো দলই চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবারের এই ম্যাচ জিততে চায়। ভারত এই ম্যাচ জিতলে শেষ চারের পথে এক পা বাড়িয়ে ফেলবে। আর টুর্নামেন্টে টিকে থাকতে হলে পাকিস্তানকে এই ম্যাচে ভারতকে হারাতে হবে। দীর্ঘদিন ধরে এই ম্যাচ নিয়ে বহু চর্চা হয়েছে। নাটকও কম হয়নি। কারণ এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু ভারতীয় বোর্ডের পক্ষ থেকে শুরু থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল, পাকিস্তানে ভারতীয় ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবেন না। সেই মতো শেষ অবধি হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবং ভারত সবকটি ম্যাচ দুবাইতে খেলছে। বাংলাদেশকে হারিয়ে মিনি বিশ্বকাপ শুরু হয়েছে ভারতের। আজ সামনে পাকিস্তান। টস জিতলেন মহম্মদ রিজওয়ান।

টস জিতে রিজওয়ান বলেন, “আমরা প্রথমে ব্যাটিং করব। পিচ ভালোই দেখাচ্ছে। আইসিসি ইভেন্টে প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আমরা আশা করি ভালো পারফর্ম করব। এই পিচ ও পরিবেশের সঙ্গে দলের ছেলেরা অভ্যস্থ। আমরা এখানে আগে খেলেছি এবং ভালো পারফর্ম করেছি। টুর্নামেন্টে আমাদের প্রথম ম্যাচটা হেরেছিলাম, ঠিকই। কিন্তু সেটা অতীত। একাদশে এক পরিবর্তন। ফখর জামানের জায়গায় এসেছে ইমাম উল হক।”

ভারত অধিনায়ক রোহিত শর্মা টসের পর বলেন, “টস জিতি বা হারি এটা ম্যাটার করে না। এই পিচের পৃষ্ঠভাগ গত ম্যাচের মতো নয়। মনে হচ্ছে কিছুটা মিল রয়েছে। পিচ একটু স্লো হতে পারে। ভালো সুযোগ রয়েছে। এ বার দেখার আমরা দলগত কেমন পারফর্ম করি। আমরা শেষ ম্যাচটা যেভাবে খেলেছি, খুব সহজ ছিল না। আমাদের ভালো বল করতে হবে। শুধু ব্যাটে বা বলে পারফর্ম করলে হবে না, দলগত পারফরম্যান্সই আসল। অপরিবর্তিত একাদশ নিয়েই আমরা মাঠে নামব।”

ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সামি ও হর্ষিত রানা।

পাকিস্তানের একাদশ – ইমাম উল হক, বাবর আজম, সাউদ শাকিল, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটকিপার), তৈয়ব তাহির, সলমন আঘা, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ, আবরার আহমেদ।