PSL: একে একে সরছেন তারকারা, বন্ধ হওয়ার আশঙ্কায় পাকিস্তান সুপার লিগ
বছর ভর দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ চলে। এমনও হয় যে একই সময় একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের খেলাও হয়। ইন্ডিয়ান সুপার লিগ যতটা জনপ্রিয়তা পেয়েছে, ততটা জনপ্রিয় আর কোনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হতে পারেনি। বর্তমানে একগুচ্ছ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের ঠেলায় জেরবার আন্তর্জাতিক ক্রিকেটাররাও।
কলকাতা: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের ডালপালা ক্রমশ বেড়েই চলেছে। বছর ভর দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ চলে। এমনও হয় যে একই সময় একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের খেলাও হয়। ইন্ডিয়ান সুপার লিগ যতটা জনপ্রিয়তা পেয়েছে, ততটা জনপ্রিয় আর কোনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হতে পারেনি। বর্তমানে একগুচ্ছ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের ঠেলায় জেরবার আন্তর্জাতিক ক্রিকেটাররাও। বিভিন্ন বিদেশি ক্রিকেটার বছরভর একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলেন। একই সময়ে যদি একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হয়, তা হলে তো ক্রিকেটাররা চাপে পড়ে যাবেন। আর সেটাই স্বাভাবিক। এ বার পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League) বন্ধ হওয়ার একটা গুঞ্জন শোনা গিয়েছে।
আসলে প্রায় এক ডজন আন্তর্জাতিক ক্রিকেটার হঠাৎ করে পাকিস্তান সুপার লিগ থেকে সরে দাঁড়িয়েছেন। প্রাথমিক কারণ হিসেবে শোনা যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের ওভার ডোজের কারণে এমনটা করছেন ক্রিকেটাররা। এসএ২০, আইএলটি২০ এবং বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ একসঙ্গে চলছে। সঙ্গে পিএসএলও রয়েছে। পাশাপাশি জাতীয় দলের ডিউটি পালন করার জন্য পিএসএল থেকে সরে দাঁড়িয়েছেন আফগানিস্তানের নবীন উল হক, নুর আহমেদরা। জৌলুস হারালে টুর্নামেন্ট বন্ধ হওয়ার পথে হাঁটতেও পারে। কিন্তু আপাতত সেই সম্ভবনা তৈরি হয়নি। সংবাদসংস্থা পিটিআই এর রিপোর্ট অনুযায়ী পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো পাক ক্রিকেট বোর্ডের কাছে পিএসএল আয়োজন করার জন্য আলাদা উইন্ডোর সুপারিশ করেছে।
সংবাদসংস্থা পিটিআইকে এক ফ্র্যাঞ্চাইজির কর্তা বলেছেন, ‘এসএ২০ সম্প্রতি শেষ হল। পিএসএল যে দিন শুরু হবে সেদিন শেষ হবে আইএলটি২০। ফলে বড় প্লেয়ারদের জন্য এখানে খেলাটা চাপের হতে চলেছে। ফলে পিএসএলের উইন্ডোটা বদলানোর প্রয়োজন এসে পড়েছে। তেমনটা না হলে টুর্নামেন্টের জনপ্রিয়তা কমবে এবং বড় তারকাদেরও পাওয়া যাবে না।’
২০১৬ সাল থেকে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ। চলতি ফেব্রুয়ারির ১৭ তারিখ শুরু হচ্ছে এ বারের পিএসএল। ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স হল পাকিস্তান সুপার লিগের অন্যতম দুই সফল দল। এই দুটো টিম ২ বার করে পিএসএল খেতাব জিতেছে।