PBKS IPL Auction 2025: ‘অজি-ব্রিগেড’ তৈরি করল প্রীতি-পন্টিংয়ের পঞ্জাব কিংস
Punjab Kings Auction Players : আইপিএলে ট্রফির স্বাদ কখনও পায়নি পঞ্জাব কিংস। এ বারের মেগা নিলামে ২৩ জন ক্রিকেটারকে কিনেছে প্রীতি-পন্টিংয়ের টিম।
কলকাতা: আইপিএলের জন্মলগ্ন থেকে পঞ্জাব টিমটা এই টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে। ২০০৮ থেকে ২০২০ সাল অবধি কিংস ইলেভেন পঞ্জাব নাম ছিল এই ফ্র্যাঞ্চাইজির। বছর তিনেক আগে থেকে নাম বদলে যায় পঞ্জাবের। ২০২১ সাল থেকে এই টিম পরিচিত পঞ্জাব কিংস নামে। প্রীতি জিন্টার টিমের দিকে এ বারের আইপিএলের মেগা নিলামে সবচেয়ে বেশি নজর ছিল সকলের। কারণ ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে সবচেয়ে বেশি ১১০.৫০ কোটি টাকা নিয়ে নিলামে প্লেয়ার টানতে নেমেছে পঞ্জাব কিংস। এই টিমের একবারও আইপিএল ট্রফি জয়ের স্বাদ মেটেনি। পঁচিশের আইপিএলে ঢেলে সাজিয়ে দল গুছিয়ে ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাবে পঞ্জাব। জানেন মেগা নিলামে কোন কোন ক্রিকেটারকে কিনল প্রীতির দল?
পঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজি এ বারের মেগা নিলামের আগে রিটেন করেছিল মাত্র ২ জন ক্রিকেটারকে। নিলামে ৪জন ক্রিকেটারকে আরটিএম ব্যবহার করে দলে নেওয়ার সুযোগ ছিল পঞ্জাব কিংসের। মেগা নিলামের আগে এই টিমে মোট ২০২টি স্লট খালি ছিল। যেখানে সুযোগ ছিল ৮ জন বিদেশি ক্রিকেটারকে নেওয়ার। স্টইনিস, ম্যাক্সওয়েল, ইংলিশ, অ্যারন হার্ডি, জেভিয়ার বার্লেট — এই পাঁচ অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে নিলাম থেকে টেনেছেন রিকি পন্টিং। যে কারণে পঞ্জাবে ‘অজি-ব্রিগেড’ তৈরি করলেন পন্টিং বলাই যায়।
এক ঝলকে দেখে নিন পঁচিশের আইপিএলের মেগা নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে রিটেন করেছিল পঞ্জাব কিংস —
শশাঙ্ক সিং – ৫.৫ কোটি টাকা, প্রভসিমরণ সিং – ৪ কোটি টাকা।
জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলাম থেকে যে ক্রিকেটারদের কিনল পঞ্জাব কিংস, রইল পুরো তালিকা —
- শ্রেয়স আইয়ার – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন – ২৬ কোটি ৭৫ লক্ষ।
- যুজবেন্দ্র চাহাল – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন – ১৮ কোটি।
- অর্শদীপ সিং – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন ১৮ কোটি। তাঁর জন্য RTM ব্যবহার করেছে পঞ্জাব কিংস।
- মার্কাস স্টইনিস – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন – ১১ কোটি।
- মার্কো জ্যানসেন – বেস প্রাইস – ১ কোটি ২৫ লক্ষ, নিলামে দর পেলেন – ৭ কোটি।
- নেহাল ওয়াদেরা – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৪ কোটি ২০ লক্ষ।
- গ্লেন ম্যাক্সওয়েল – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন – ৪ কোটি ২০ লক্ষ।
- প্রিয়াংশ আর্য – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩ কোটি ৮০ লক্ষ।
- জশ ইংলিশ – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন – ২ কোটি ৬০ লক্ষ।
- অজমতউল্লাহ ওমরজাই – বেস প্রাইস – ১ কোটি ৫০ লক্ষ, নিলামে দর পেলেন – ২ কোটি ৪০ লক্ষ।
- লকি ফার্গুসন – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন – ২ কোটি।
- বিশাখ বিজয়কুমার – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ১ কোটি ৮০ লক্ষ।
- যশ ঠাকুর – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ১ কোটি ৬০ লক্ষ।
- হরপ্রীত ব্রার – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ১ কোটি ৫০ লক্ষ।
- অ্যারন হার্ডি – বেস প্রাইস – ১ কোটি ২৫ লক্ষ, নিলামে দর পেলেন – ১ কোটি ২৫ লক্ষ।
- বিষ্ণু বিনোদ – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৯৫ লক্ষ।
- কুলদীপ সেন – বেস প্রাইস – ৭৫ লক্ষ, নিলামে দর পেলেন – ৮০ লক্ষ।
- হরনুর পান্নু – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩০ লক্ষ।
- মুশির খান – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩০ লক্ষ।
- সূর্যাংশ হেগডে – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩০ লক্ষ।
- জেভিয়ার বার্লেট – বেস প্রাইস- ৭৫ লক্ষ, নিলামে দর পেলেন – ৮০ লক্ষ।
- পাইলা অবিনাশ- বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩০ লক্ষ।
- প্রবীন দুবে – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩০ লক্ষ।