কলকাতা: ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল (IPL)। বিপুল অর্থের হাতছানি যেমন আছে, তেমনই রয়েছে তুমুল লড়াই। এই আইপিএল আরও একবার প্রস্তুতির সেরা মঞ্চ হতে চলেছে। এমন কথা দিন কয়েক আগে বলেছিলেন ভারতীয় টিমের কোচ রাহুল দ্রাবিড়। এ বার বললেন টম মুডিও (Tom Moody)। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার এবং সানরাইজার্স হায়দরাবাদে কোচ আইপিএলের সঙ্গে অনেক দিন ধরেই জুড়ে রয়েছেন। নিজের অভিজ্ঞতা থেকে তিনি খুব ভালো করে জানেন, এই আইপিএলের মঞ্চে যিনি পারফর্ম করবেন, সরাসরি জায়গা করে নেবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) টিমে। কেন? আইপিএলের ঠিক পরেই শুরু হচ্ছে কুড়ি-বিশের বিশ্বকাপ। সারা ক্রিকেট দুনিয়ার পাশাপাশি বিভিন্ন দেশের নির্বাচকদেরও চোখ থাকবে আইপিএলে।
মুডি বলে দিচ্ছেন, ‘আইপিএল যে কোনও প্লেয়ারের কাছে গুরুত্বপূর্ণ। তার কারণ সব টিমই তার প্লেয়াররা আইপিএলে কেমন খেলছে, সেই পারফরম্যান্সের দিকে চোখ রাখবে। আইপিএলের মতো টুর্নামেন্টে বরাবরই হাইকোয়ালিটি পারফরম্যান্স দেখা যায়। সেই কারণেই বিশ্বকাপের আগে আইপিএল এতটা গুরুত্ব পেয়ে যাচ্ছে। যদি কেউ রান করে, উইকেট নেয়, ধারাবাহিকতা দেখাতে পারে, তাকে নিশ্চিত ভাবেই আত্মবিশ্বাসী করে তুলবে, জাতীয় টিমে সুযোগ পাওয়ার ক্ষেত্রে।’
ভারতের কোচ রাহুল দ্রাবিড়ও বলেছেন, ‘ভারতীয় টিম একসঙ্গে খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। সুতরাং আমাদের ব্যাপারটা নিয়ে ভাবতেই হবে। আমাদের কাছে আইপিএল রয়েছে। ভারতীয় টিমের প্লেয়াররা তাতে কেমন পারফর্ম করছে, সে দিকে নজর থাকবে।’
মুডি কিন্তু বলে দিচ্ছেন, আমেরিকার মাটিতে খেলা চ্যালেঞ্জ হতে পারে টিমগুলোর কাছে। তাঁর কথায়, ‘অনেক টিমই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলেছে, কিন্তু আমেরিকার মাটিতে কখনও খেলেনি। তবে টিমগুলোর সেরা প্লেয়াররা যতটা তাড়াতাড়়ি সম্ভব পরিবেশের সঙ্গে মানিয়ে নেবে।’