গাব্বায় টিম ইন্ডিয়ার ইতিহাস, দলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

sushovan mukherjee |

Jan 19, 2021 | 4:10 PM

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার পর টিম ইন্ডিয়ার ফোকাসে এবার ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ।

গাব্বায় টিম ইন্ডিয়ার ইতিহাস, দলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
জাতীয় পতাকা হাতে ভারতীয় দল। ছবি সৌজন্যে : আইসিসি

Follow Us

নয়া দিল্লি : গাব্বা টেস্টের শেষ একঘণ্টা হার মানাবে আইপিএলের উত্তেজনাকেও। খেলার মেজাজ পেন্ডুলামের মত দুলেছে এক পক্ষ থেকে অপর পক্ষে। শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে ভারতকে ঐতিহাসিক টেস্ট জয় এনে দেন ঋষভ পন্থ। অ্যাডিলেড টেস্টের পর দেশে ফিরে গেছেন বিরাট কোহলি। একের পর এক চোটের ধাক্কায় ভারতীয় শিবির কার্যত মিনি হাসপাতাল। তার মধ্যেই ডনের দেশে নতুন ইতিহাস। ডাউন আন্ডারে উড়ল তেরঙা। ভারতের ঐতিহাসিক জয়ের পরই অভিনন্দনের জোয়ারে ভাসছে টিম ইন্ডিয়া। গাব্বায় ঐতিহাসিক জয়ের পরই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ায় ভারতের সাফল্য আমাদের ছুঁয়ে গেছে। সারা সফর জুড়ে ভারত দারুণ এনার্জি আর প্যাশন দেখিয়েছে। দায়বদ্ধতা, জয়ের খিদে দেখেছি টিমের মধ্যে। অভিনন্দন টিম ইন্ডিয়াকে।

 

 

শেষদিনে জিততে হলে ভারতকে করতে হত ৩২৪ রান। শুরু থেকেই জয়ের মানসিকতা নিয়ে নেমেছিলেন শুভমান গিলরা। ভারতীয় দলের মানসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন সানি গাভাসকর। সচিন তেন্ডুলকররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দুরন্ত জয়কে কুর্নিশ জানালেন ভিভ রিচার্ডসও।

 

 

নিজের ঢঙে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন শাহরুখ খান।

 

 

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার পর টিম ইন্ডিয়ার ফোকাসে এবার ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ।

Next Article