ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুরু শুক্রবার। এখন আর কেউ ‘ভাই’ নয়! সকলেই প্রতিপক্ষ। বিজ্ঞাপনগুলোতে তেমনই দেখানো হচ্ছে। প্রত্যেকটা দল নিজেদের নিয়েই ব্যস্ত। প্রস্তুতি চলছে জোরকদমে। শেষ মুহূর্ত এসে দাঁড়িয়েছে। ফিনিশিং টাচ বাকি। এরপর লড়াইটা মাঠের। যদিও প্রতিপক্ষ এক দলের সিদ্ধান্ত অবাক করেছে কিংবদন্তি ক্রিকেটারকে। আইপিএলে রাজস্থান রয়্যালসে খেলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি হঠাৎ প্রতিপক্ষর সিদ্ধান্ত নিয়ে কেন অবাক! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দুবাইয়ে আইপিএলের মিনি অকশনে দু-জনকে নিয়ে প্রবল আলোচনা হয়েছিল। মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী টিমের সদস্য এবং ক্যাপ্টেন। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার হয়ে উঠেছিলেন প্যাট কামিন্স। সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে ২০.৫০ কোটিতে নেয়। তখনও অবধি সেটিই ছিল আইপিএলে রেকর্ড। যা দীর্ঘস্থায়ী হয়নি। কিছুক্ষণ পরই ঝড় ওঠে বাঁ হাতি পেসার মিচেল স্টার্ককে নিয়ে। শেষ অবধি তাঁকে ২৪.৭৫ কোটিতে নেয় কলকাতা নাইট রাইডার্স।
ওয়ান ডে বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। পাশাপাশি নানা দ্বিপাক্ষিক সিরিজ। প্যাট কামিন্সের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ক্যাপ্টেন্সি পরীক্ষিত নয়। সানরাইজার্স হায়দরাবাদ প্যাট কামিন্সকেই অধিনায়ক করেছে। আর এই সিদ্ধান্তেই অবাক রবিচন্দ্রন অশ্বিন। এইডেন মার্কর্যাম সানরাইজার্সেই খেলেন। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে এইডেন মার্কর্যামের নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি। গত বারের আইপিএলেও নেতৃত্ব দিয়েছিলেন। তাঁকে সরিয়ে প্যাট কামিন্সকে অধিনায়ক করা বুমেরাং হবে না তো!
রবিচন্দ্রন অশ্বিন এই প্রসঙ্গেই বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে পরপর দু-বার চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স। দুর্দান্ত টিম গড়েছিল ওরা। প্যাট কামিন্সকে কেন অধিনায়ক করা হল, বুঝে উঠতে পারছি না। আমি অন্তত ভেবেছিলাম এইডেন মার্কর্যামকে এখানেও নেতৃত্বে রাখা হবে। ওর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে দুর্দান্ত পারফর্ম করেছে। এখানেও ওকেই ক্যাপ্টেন করা হলে ভালো হত।’