টেস্ট সিরিজে নামার আগে শতরান রাহানের ব্যাটে

sushovan mukherjee |

Dec 06, 2020 | 3:52 PM

প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের শেষে ভারতীয় দলের স্কোর ৮ উইকেটে ২৩৭। রাহানের শতরানের পাশাপাশি অর্ধশতরান করেছেন পূজারা।

টেস্ট সিরিজে নামার আগে শতরান রাহানের ব্যাটে
টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে রাহানের শতরান। ছবি-বিসিসিআইয়ের টুইটার।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল:একদিনের সিরিজ শেষ। টি-২০ সিরিজ চলছে। কিন্তু সবাই অপেক্ষা করে আছেন ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজ (Test Series) দেখার জন্য। বিরাটরা যখন টি-২০তে অজিদের চ্যালেঞ্জ সামলাচ্ছেন, তখন টেস্টের মুডে ঢুকে পড়েছেন রাহানে-পূজারা-ঋদ্ধিরা। অস্ট্রেলিয়া এ বনাম ভারত এ ম্যাচে টেস্ট সিরিজের ম্যাচ প্র্যাকটিসটা সেরে নিচ্ছেন বাকিরা।

সিডনির ড্রামুয়েন ওভালে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাহানে (Rahane)। ভারতীয় এ দলের হয়ে মাঠে নামা দুই ওপেনারই ব্যর্থ। পৃথ্বী ও শুভমান খাতা খোলার আগেই প্যাভেলিয়ানে ফিরে যান। তিন নম্বরে পূজারার ব্যাট ভরসা দিলেও ১৫ রানে ফিরে যান চার নম্বরে নামা হনুমা। এরপর পূজারাকে সঙ্গে নিয়ে দলের ইনিংস টানতে শুরু করেন রহানে।

৫৪ রানের ইনিংস খেলে ফেরেন পূজারা (Pujara)। উল্টে দিক থেকে সাহায্য না পেলেও রাহানে নিজের খেলা চালিয়ে যান। ঋদ্ধিমান সাহাও ফেরেন শুন্য রানে। অশ্বিন, উমেশ,কুলদীপদের সঙ্গে ছোট্ট ছোট্ট পার্টনারশিপে ভরে করে শতরান করেন রাহানে। প্রথম দিনের খেলা শেষে ১০৮ রানে অপরাজিত তিনি।

আরও পড়ুন: পাঁচ ম্যাচ পর জয় রিয়ালের, হার বার্সেলোনার

অস্ট্রেলিয়া এ দলের বোলিং লাইনআপে বড় নাম না থাকলেও ভারতীয় দলের ব্যাটিং খুব একটা ভরসা দিতে পারল না। স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডদের সামলাতে আরও কঠিন মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে পৃথ্বীদের। তবে রাহানে শুরু থেকে ছন্দ পেয়ে যাওয়ায় মিডিল অর্ডার অনেকটাই জমাট হবে, মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ম্যাচের দ্বিতীয় দিন থেকে পরীক্ষা মহম্মদ সিরাজ, কার্তিক ত্যাগীর মত তরুণ বোলারদের। ভাল পারফরম্যান্স করে টেস্ট ম্যাচের প্রথম দলে ঢোকার দাবি পেশ করতে চান তারা।

Next Article