কলকাতা: ১৪৯ রানে অল আউট হয়ে গিয়েছিল ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) ত্রিপুরা (Tripura)। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১০৫ রানে শেষ হয়ে যায় রেলওয়েজ। ৪৪ রানের লিড নিতে পেরেছিল ত্রিপুরা। কে জানত, এর পরই রঞ্জি ম্যাচ তুলে ধরলে বিস্ময়ের পর্দা। ত্রিপুরা ৩৩৩ রান তোলে দ্বিতীয় ইনিংসে। জয়ের জন্য ৩৭৮ রানের লক্ষ্য ছিল রেলের বিরুদ্ধে। এত বড় রান তাড়া করে কোনও রঞ্জি টিম এর আগে জেতেনি। স্বাভাবিক ভাবেই রেলওয়েজও পারবে না, এমনই ভাবা হয়েছিল। সব রেকর্ড ভেঙে দিয়ে রঞ্জিতে ইতিহাস করে ফেলল যুবরাজ সিংয়ের টিম। সবচেয়ে বেশি রানে ম্যাচ জেতার নতুন রেকর্ড করল রেল। যা দেখে ভারতীয় ক্রিকেট মহল অবাক।
ঋদ্ধিদের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শুরুতেই ৩ উইকেট পড়ে গিয়েছিল। স্কোর বোর্ডে তখন মার্ত ৩১ রান রেলের। ওপেনার প্রথম সিং আর মহম্মদ সইফের চতুর্থ উইকেটে ১৭৫ রানের জুটিটাই টার্নিং পয়েন্ট হয়ে গেল। তৃতীয় দিনের শেষে ২৭০-৪ তুলে ফেলেছিল রেল। প্রথম ১১৩ করে ক্রিজে ছিলেন। সইফ ১০৬ করে আউট হয়ে যান। কিন্তু প্রথম সিংই ম্যাচটা জেতালেন টিমকে। চতুর্থ দিন জেতার জন্য দরকার ছিল ১০৮ রান। শেষ পর্যন্ত ১৬৯ রান করে নট আউট থেকে যান প্রথম। তিনিই ম্যাচের সেরা। ক্যাপ্টেন উপেন্দ্র যাদব ২৭ করে সঙ্গ দেন প্রথমকে।
২০০৮-০৯ মরসুমে আসাম ৩৭০ রান তাড়া করে রঞ্জি ম্যাচ জেতার রেকর্ড করেছিল। ২০১৯-২০ সালে রান তাড়া করে রঞ্জিতে নতুন ইতিহাস কায়েম করেছিল সৌরাষ্ট্র। উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৩৭২ রান তাড়া করে জিতেছিলেন চেতেশ্বর পূ্জারারা। সেই রেকর্ড এ বার ভেঙে দিল রেল। এই রুদ্ধশ্বাস জয়ের পরও যুবরাজ সিং, প্রথম সিংরা নক আউটে জায়গা করে নিতে পারলেন না। এলিট গ্রুপের ‘সি’তে সাত রাউন্ডের ম্যাচের পর তাঁদের পয়েন্ট ২৪। ত্রিপুরা হারলেও এ বারের রঞ্জিতে বেশ ভালো পারফর্ম করেছেন ঋদ্ধিরা। ১৭ পয়েন্ট নিয়ে রঞ্জি ট্রফি শেষ করল ত্রিপুরা।