IND vs PAK, World Cup 2023: শনিবারের মহারণে ভারতই নামবে ফেভারিট হিসেবে, মত প্রাক্তন পাক তারকার

India vs Pakistan, ICC World Cup: অপেক্ষার আর মাত্র কয়েকটা ঘণ্টা। রাত পোহালেই সেই বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। এই হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষায় আপামর ক্রিকেট প্রেমীরা। দুই দেশের ক্রিকেট প্রেমীরা হইহই করে ভিড় জমিয়েছেন আমেদাবাদে। মহারণের জন্য মোতেরার মঞ্চও তৈরি।

IND vs PAK, World Cup 2023: শনিবারের মহারণে ভারতই নামবে ফেভারিট হিসেবে, মত প্রাক্তন পাক তারকার
শনিবারের মহারণে ভারতই নামবে ফেভারিট হিসেবে, মত প্রাক্তন পাক তারকারImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2023 | 4:42 PM

আমেদাবাদ: অপেক্ষার আর মাত্র কয়েকটা ঘণ্টা। রাত পোহালেই সেই বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ। এই হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষায় আপামর ক্রিকেট প্রেমীরা। দুই দেশের ক্রিকেট প্রেমীরা হইহই করে ভিড় জমিয়েছেন আমেদাবাদে। মহারণের জন্য মোতেরার মঞ্চও তৈরি। ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) পাকিস্তানের বিরুদ্ধে সপ্তম স্বর্গে রয়েছে ভারত। গ্রিন আর্মির বিরুদ্ধে ‘ইস বার আট পার’ করার পালা মেন ইন ব্লুর। ভারত-পাক ম্যাচের আগে পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার বলেছেন, তাঁর মনে হয় শনিবারের মহারণে ভারতই ফেভারিট হিসেবে নামবে। নিজের দেশকে না এগিয়ে রেখে এমন কথা কে বললেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

১-২ নয় গুনে গুনে এর আগে ওডিআই বিশ্বকাপে ৭ বার পাকিস্তানকে হারিয়েছে ভারত। ফলে স্বাভাবিকভাবেই শনিবারের মহারণে পরিসংখ্যানগত দিক থেকে এগিয়ে ভারত। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজাও এই ম্যাচে এগিয়ে রাখছেন মেন ইন ব্লুকে। তিনি বলেছেন, তাঁর মনে হয় এই মেগা ম্যাচে ভারতই ফেভারিট। প্রাক্তন পিসিবি প্রধান রামিজের কথায়, ‘এই খেলাটা মাঠের মধ্যে যতটা হয়, ঠিক ততটাই হয় মাঠের বাইরেও। এটা বিরাট বড় একটা খেলা। ভারত এতে ফেভারিট হিসেবে শুরু করবে। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। ওদের প্রতিটা ক্ষেত্রই অসাধারণ। তা ব্যাটিং হোক বা বোলিং। এমনকি ফিটনেসের দিক থেকেও ওরা সেরা।’

রামিজের মতে পাকিস্তানকে আরও ভালো পারফর্ম করতে হলে নিজেদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় জয়, রেকর্ড স্কোর তাড়া করাটা পাকিস্তানের ড্রেসিংরুমের পরিবেশ বদলে দেবে নিশ্চিত। ওদের জয় নিয়ে ভাবতে হবে এবং এগিয়ে যেতে হবে।’

পাকিস্তানের বোলিং নিয়ে রামিজ বলেন, ‘পাকিস্তানের শুরুর দিকে উইকেট নেওয়া প্রয়োজন। কিন্তু শুরুতে উইকেট আসছে না। সেটা বিরাট চাপ তৈরি করছে। নাসিম শাহকে পাওয়া যাচ্ছে না, পাকিস্তান ওকে বেশ মিস করছে। শাহিন শাহ আফ্রিদির একটা আঙুল ফুলে গিয়েছে। যে কারণে ও নিজের সেরাটা দিকে পারছে না। হাসান আলির গতি কমে গিয়েছে। পাকিস্তানকে বোলিং পারফরম্যান্স আরও উন্নত করতে হবে। সেটা যদি না করতে পারে, তা হলে ভারতের ব্যাটাররা কিন্তু পাকিস্তানকে রীতিমতো চাপে ফেলে দেবে। কারণ ভারতের ব্যাটিং লাইন আপ দারুণ। যে কারণে ওদের একাদশ নির্বাচন নিয়েও অনেক ভাবতে হয়।’

রামিজ নিজের দেশের ক্রিকেটারদের ভারত-পাক ম্যাচের আগে সতর্ক করে দিয়েছেন। এ বার দেখার আগামিকাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাক ক্রিকেটাররা ভারতের বিরুদ্ধে ব্যাটে-বলে এবং ফিল্ডিংয়ে কেমন পারফর্ম করে।