কলকাতা: সবচেয়ে সহজ ম্যাচ! বাংলার কাছে তাই বলা যেতে পারে। রঞ্জি ট্রফির নতুন মরসুমে দুটো ম্যাচ খেলেছে বাংলা। দুটিই অ্যাওয়ে ম্যাচ। অভিযান শুরু হয়েছিল অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে। সম্ভাবনা ছিল অন্তত তিন পয়েন্টের। যদিও শেষ অবধি ১ পয়েন্ট আসে বাংলার ঝুলিতে। কানপুরে দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে বোলারদের দাপটে অ্যাডভান্টেজ ছিল বাংলা। কুয়াশার কারণে ম্যাচই সম্পূর্ণ করা যায়নি। প্রথম ইনিংস লিডের সুবাদে তিন পয়েন্ট নিয়েছিল বাংলা। এ বার ঘরের মাঠে অভিযান শুরু বাংলার। ইডেন গার্ডেন্সে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে নামছে বাংলা। এই ম্যাচে ফুল পয়েন্টই টার্গেট। ম্যাচের বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বাংলার বোলিং লাইন আপে মুকেশ কুমারের না থাকা প্রথম ম্যাচে কিছুটা চাপে ফেলেছিল বাংলাকে। যদিও মহম্মদ সামির ভাই মহম্মদ কাইফ এবং গত ম্যাচে অভিষেক হওয়া সুরজ সিন্ধু জয়সওয়াল অনবদ্য বোলিং করেছিলেন। সঙ্গে রয়েছেন ঈশান পোড়েলও। প্রশ্ন থাকছে বাংলার টিম গেম নিয়ে। কোনও ইনিংসে বোলাররা ভালো পারফর্ম করছেন, কোথাও ব্যাটাররা। চাপ বাড়িয়েছে ক্যাপ্টেন মনোজ তিওয়ারির ফর্মও। ক্যাপ্টেন তথা দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারের রানের খরা চললে চাপ বাড়তে বাধ্য। ঘরের মাঠে মনোজের ব্যাট জ্বলে উঠুক সেই প্রত্যাশায় টিম ম্যানেজমেন্টও।
কাগজে কলমে ছত্তীসগঢ়কে দুর্বল দল মনে হলেও প্রথম দু-ম্যাচে ১০ পয়েন্ট নেওয়ায় আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে বাংলার প্রতিপক্ষর। বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারির মুখেও প্রতিপক্ষ সম্পর্কে সমীহ। মনোজ বলছেন, ‘আমাদের কাছে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাই। গত ম্যাচেও আমাদের সম্ভাবনা ছিল ফুল পয়েন্ট। দুর্ভাগ্যজনক ভাবে সেই পয়েন্ট আমরা পাইনি। ছত্তীসগঢ়ের বিরুদ্ধে পুরো পয়েন্ট নিতেই হবে।’