Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranji Trophy 2024-25: লক্ষ্মীবারে রঞ্জিতে নামছেন রোহিত-শুভমনরা, কখন, কোথায় দেখবেন ম্যাচ?

বোর্ড যেহেতু এ বার থেকে ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দেওয়া বাধ্যতামূলক বলেছে, তাই বহু তারকা ক্রিকেটারকে রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে।

Ranji Trophy 2024-25: লক্ষ্মীবারে রঞ্জিতে নামছেন রোহিত-শুভমনরা, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
লক্ষ্মীবারে রঞ্জিতে নামছেন রোহিত-শুভমনরা, কখন, কোথায় দেখবেন ম্যাচ?Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 22, 2025 | 1:50 PM

কলকাতা: ঘরোয়া ক্রিকেট মরসুমে ফিরছে ঐতিহ্যবাহী রঞ্জি ট্রফি (Ranji Trophy)। বৃহস্পতিবার শুরু হবে রঞ্জির ষষ্ঠ রাউন্ডের ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ভারতের একঝাঁক তারকাকে এ বার রঞ্জিতে অ্যাকশনে দেখা যাবে। ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) দেখা যাবে অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন মুম্বইয়ে খেলতে। অন্যদিকে শুভমন গিল, ঋষভ পন্থদেরও রঞ্জিতে খেলতে দেখা যাবে। জানেন কোথায় দেখা যাবে রোহিত-শুভমনদের ম্যাচ?

বোর্ড যেহেতু এ বার থেকে ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দেওয়া বাধ্যতামূলক বলেছে, তাই বহু তারকা ক্রিকেটারকে রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে। বিরাট কোহলি, রোহিত শর্মারা আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন। এ বার তাঁদেরও ঘরোয়া ক্রিকেটে ফিরতে দেখা যাবে। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের ম্যাচে খেলবেন রোহিত। বিরাটকে অবশ্য ষষ্ঠ রাউন্ডের ম্যাচে পাওয়া যাবে না। ৩০ জানুয়ারি থেকে দিল্লির পরবর্তী যে ম্যাচ, সেখানে তিনি খেলবেন। রোহিত ছাড়া মুম্বইয়ের হয়ে দেখা যাবে যশস্বী জয়সওয়ালকে। এ ছাড়া দিল্লির হয়ে দেখা যাবে ঋষভ পন্থকে। পঞ্জাবের হয়ে শুভমন গিল খেলবেন। রবীন্দ্র জাডেজাও খেলবেন রঞ্জিতে।

২৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফির ষষ্ঠ রাউন্ডের ম্যাচ কোথায় লাইভ স্ট্রিমিং হবে?

রঞ্জির সব ম্যাচ সরাসরি সম্প্রচার হয় না। কেরল বনাম মধ্যপ্রদেশ, তামিলনাড়ু বনাম চন্ডীগড়, মুম্বই বনাম জম্মু ও কাশ্মীর এই তিন ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে। অর্থাৎ, রঞ্জিতে রোহিত-যশস্বীর খেলার সরাসরি সম্প্রচার দেখা গেলেও গিল-পন্থদের ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে না। উল্লেখ্য, মুম্বই বনাম জম্মু ও কাশ্মীর, কর্নাটক বনাম পঞ্জাব, সৌরাষ্ট্র বনাম দিল্লি, কেরল বনাম মধ্যপ্রদেশ ম্যাচগুলি শুরু হবে ২৩ জানুয়ারি সকাল ৯.৩০ মিনিটে।