Ajinkya Rahane: আউট হয়েও হলেন না আউট, চা পান করেই ক্রিজে রাহানে!

Feb 16, 2024 | 5:54 PM

Ranji Trophy 2024: শার্দূল ঠাকুরের ৬ উইকেটের সৌজন্যে মাত্র ৮৪ রানেই অলআউট অসম। স্বাভাবিক ভাবেই মুম্বইকে চাপে রাখতে দ্রুত উইকেট তুলতে হত অসমকে। শুরুতেই ওপেনর ভূপেন লালওয়ানিকে ফেরায় অসম। হার্দিক তামোরেও বড় রান করতে ব্যর্থ। পৃথ্বী শ-কে ভালো ছন্দেই দেখাচ্ছিল। বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন। ২৬ বলে ৩০ রানেই ফেরেন পৃথ্বী। তবে ম্যাচের আকর্ষণ হয়ে রইল রাহানেকে নিয়ে সিদ্ধান্ত।

Ajinkya Rahane: আউট হয়েও হলেন না আউট, চা পান করেই ক্রিজে রাহানে!
Image Credit source: X

Follow Us

আউট হয়েও আউট হলেন না! রঞ্জি ট্রফির ম্যাচে এমনটাই দেখা গেল। প্রশংসা কুড়িয়ে নিল অসম টিম। রঞ্জি ট্রফিতে এ বারের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচ চলছে। মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স মাঠে অসমের মুখোমুখি অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন মুম্বই। আর এই ম্যাচেই ‘নজির’ও গড়েছিলেন মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে। যদিও চূড়ান্ত নাটকীয়তায় তাঁর আর নজির টিকল না। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শার্দূল ঠাকুরের ৬ উইকেটের সৌজন্যে মাত্র ৮৪ রানেই অলআউট অসম। স্বাভাবিক ভাবেই মুম্বইকে চাপে রাখতে দ্রুত উইকেট তুলতে হত অসমকে। শুরুতেই ওপেনর ভূপেন লালওয়ানিকে ফেরায় অসম। হার্দিক তামোরেও বড় রান করতে ব্যর্থ। পৃথ্বী শ-কে ভালো ছন্দেই দেখাচ্ছিল। বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন। ২৬ বলে ৩০ রানেই ফেরেন পৃথ্বী। তবে ম্যাচের আকর্ষণ হয়ে রইল রাহানেকে নিয়ে সিদ্ধান্ত।

পেশাদার ক্রিকেটে ১৬ বছরের কেরিয়ারে প্রথম বার ফিল্ডিং অবস্ট্রাকশনের জন্য আউট হয়েছিলেন অজিঙ্ক রাহানে। মুম্বইয়ের স্কোর তখন ১০২-৪। রাহানে ১৮ রানে ব্য়াট করছিলেন। ফিল্ডিংয়ে বাধা দেওয়ার কারণে আবেদন করেছিল অসম টিম। আম্পায়ার আউটও দেন। এরপরই চা বিরতি হয়। তারপরই নাটক। চা বিরতির সময়ই রাহানের বিরুদ্ধে তোলা আবেদন তুলে নেন অসম অধিনায়ক। আম্পায়াররা সেই সিদ্ধান্ত মেনে নেন। চা পানের পর ফের ব্যাটিংয়ে নামেন রাহানে। অসমের স্পোর্টসম্যান স্পিরিটে মুগ্ধ সকলেই।

রাহানে অবশ্য দ্বিতীয় সুযোগ কাজে লাগাতে পারেননি। ১৮ রানে আউট হয়েছিলেন। পুনরায় ক্রিজে ফিরে মাত্র ৪ রান যোগ করতে পারেন মুম্বই ক্যাপ্টেন। ২২ রানেই জোহরির বোলিংয়ে বোল্ড।

Next Article