ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করতে পারে পাকিস্তান? বড় আপডেট দিলেন প্রাক্তন ক্রিকেটার

দীর্ঘদিন পর পাকিস্তানে আইসিসির কোনও বড় টুর্নামেন্ট হতে চলেছে। পাক ক্রিকেটের পুনর্জন্মের জন্য যা খুব জরুরি। চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে তাকিয়েই তিনটে স্টেডিয়ামের সংস্কার হয়েছে। শুধু তাই নয়, আর্থিক ভাবে ভেঙে পড়া পাক বোর্ড এই টুর্নামেন্টের মধ্যে দিয়েই নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে।

ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করতে পারে পাকিস্তান? বড় আপডেট দিলেন প্রাক্তন ক্রিকেটার
ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করতে পারে পাকিস্তান? বড় আপডেট দিলেন প্রাক্তন ক্রিকেটারImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2024 | 1:04 PM

কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) ভবিষ্যৎ নিয়ে এখনও চলছে টানাপোড়েন। আইসিসির তরফে সূচি ঘোষণা হয়নি। শোনা যাচ্ছে আজ-কালকের মধ্য়েই বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা সূচি ঘোষণা করে দিতে পারে। তাতেও কি জটিলতা কাটবে? তা মনে হচ্ছে না। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। কিন্তু তাদের ইচ্ছে মতো কিছুই হচ্ছে না বলে ক্ষোভে ফুটছে পিসিবি (PCB)। আরও ভালো করে বললে, ভারতের ‘অনৈতিক’ দাবি কিছুতেই মেনে নিতে পারছে না তারা। চ্যাম্পিয়ন্স ট্রফি হলেও ভারত ওই দেশে গিয়ে খেলবে না। রোহিত শর্মা-বিরাট কোহলিদের জন্য হাইব্রিড মডেল ফলো করা হবে। দুবাইয়ে হবে ভারতের যাবতীয় ম্যাচ। আয়োজক পাকিস্তানকে পর্যন্ত দুবাইয়ে গিয়ে খেলবে ভারতের সঙ্গে। এতেই যত রাগ। পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার যা বলছেন, তাতে যেন ওই ক্ষোভেরআঁচ পাওয়া যাচ্ছে। প্রশ্ন উঠছে তাই, পাকিস্তান কি চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করতে পারে?

দীর্ঘদিন পর পাকিস্তানে আইসিসির কোনও বড় টুর্নামেন্ট হতে চলেছে। পাক ক্রিকেটের পুনর্জন্মের জন্য যা খুব জরুরি। চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে তাকিয়েই তিনটে স্টেডিয়ামের সংস্কার হয়েছে। শুধু তাই নয়, আর্থিক ভাবে ভেঙে পড়া পাক বোর্ড এই টুর্নামেন্টের মধ্যে দিয়েই নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। চ্যাম্পিয়ন্স ট্রফি যদি বয়কট করে তারা, বিপুল আর্থিক ক্ষতি হবে। তা কি বইতে পারবে পিসিবি?

পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন রশিদ লতিফ কিন্তু বলে দিয়েছেন, ‘আমার তো মনে হয়, পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করা উচিত। বিসিসিআই এই পদক্ষেপ করার আগে পিসিবির নিয়ে নেওয়া উচিত। চ্যাম্পিয়ন্স ট্রফিই হওয়াই উচিত নয়। আফগান যুদ্ধ হোক আর ক্রিকেট, আমরাই চিরকাল বলির পাঁঠা হয়ে আসছি। পিসিবি, এসিবি হোক আর আইসিসি, আমরা কেউই বিসিসিআইয়ের সঙ্গে লড়াই করার মতো জায়গায় নেই। আইসিসি চেষ্টা করেছিল পাকিস্তান ক্রিকেটকে আবার সামনের সারিতে নিয়ে আসার। কিন্তু সেখানেও একটাই ভীতি কাজ করছে, ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়ায়! আমরা কোথায় গিয়ে দাঁড়াব?’