করোনার ভ্যাকসিন নিলেন শাস্ত্রী

sushovan mukherjee | Edited By: arunava roy

Mar 02, 2021 | 4:15 PM

এ দিন আমদাবাদে করোনার ভ্যাকসিন নেওয়ার পর শাস্ত্রী টুইটে লেখেন, 'করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম। অতিমারির বিরুদ্ধে এ দেশের বিজ্ঞানি ও চিকিৎসকেরা যে সুরাহা বার করেছেন তার জন্য কুর্নিশ।'

করোনার ভ্যাকসিন নিলেন শাস্ত্রী
শাস্ত্রীকে ভ্যাকসিন। ছবি: টুইটার

Follow Us

আমদাবাদ: করোনার ভ্যাকসিন নিলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী (RAVI SHASTRI)। মঙ্গলবার আমদাবাদে করোনার টিকা নিলেন বিরাটদের হেডস্যার। ভ্যাকসিন নেওয়ার ছবি নিজেই টুইটারে পোস্ট করেন শাস্ত্রী (RAVI SHASTRI)। সেই সঙ্গে চিকিৎসকদের ধন্যবাদও জানান তিনি।

 

সোমবার থেকেই করোনার টিকাকরণ শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম করোনার ভ্যাকসিন নেন। টিকাকরণের জন্য ২৯ লক্ষেরও বেশি মানুষ অনলাইনে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এ দিন আমদাবাদে করোনার ভ্যাকসিন নেওয়ার পর শাস্ত্রী (RAVI SHASTRI) টুইটে লেখেন, “করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম। অতিমারির বিরুদ্ধে এ দেশের বিজ্ঞানি ও চিকিৎসকরা যে সুরাহা বের করেছেন তার জন্য কুর্নিশ।”

আরও পড়ুন: আফ্রিদির বয়স বিভ্রান্তি আজও চলছে

বৃহস্পতিবার থেকে আমদাবাদের মোতেরায় শুরু ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। টেস্ট সিরিজ শেষের পর ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত-ইংল্যান্ড। ৫টি টি-টোয়েন্টি ম্যাচই অনুষ্ঠিত হবে মোতেরায়।

Next Article