TV9 বাংলা ডিজিটাল: ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা (Rohit Sharma) ও ইশান্ত শর্মাকে (Ishant Sharma) কার্যত ডেডলাইন ধরিয়ে দিলেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। আগামী ৪-৫ দিনের মধ্যে, অস্ট্রেলিয়া না পৌঁছালে টেস্ট সিরিজে অংশ নিতে পারবেন না দুই ভারতীয় ক্রিকেটার। অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমকে দেওয়া ইন্টারভিউতে এমনই সুর শোনা গেল টিম ইন্ডিয়ার হেড কোচের গলায়। শাস্ত্রী জানিয়েছেন, ‘ রোহিত, এনসিএতে পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। ওরাই বলতে পারবে কতদিন অপেক্ষা করতে হবে, কিন্তু বেশিদিন অপেক্ষা করতে হলে সমস্যা হবে, এখানে এসে ওকে আবার ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। টেস্ট সিরিজের আগে এতদিন সময় দেওয়াটা খুব কঠিন। ‘
Two days off the plane and #TeamIndia had their first outdoor session today. A bit of ? to get the body moving! #AUSIND pic.twitter.com/GQkvCU6m15
— BCCI (@BCCI) November 14, 2020
টেস্ট সিরিজের আগে ডিসেম্বরের ১১ তারিখ থেকে ভারতীয় দল প্রথম ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। তাই ১০ তারিখের মধ্যে কোয়ারেন্টাই পর্ব শেষ করতে হবে রোহিত ও ইশান্তকে। তাই নভেম্বরের ২৬ তারিখের মধ্যে অস্ট্রেলিয়া পৌঁছাতে হবে তাদের দুজনকে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছে, এনসিএ রোহিত ও ইশান্তকে সম্পুর্ণ ফিট ঘোষণা করার পর তাদের জাতীয় দলের যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হবে।
ডিসেম্বরের ১৭ তারিখ অ্যাডিলেড ওভালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের (India-Australia test series) প্রথম ম্যাচ। দিন-রাতের সেই পিঙ্ক বল টেস্টের (pink ball test) আগে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে টিম ইন্ডিয়া। সেই টেস্ট খেলে দেশে ফিরে আসবেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহিল (Virat Kohli)। বাকি তিনটি টেস্টে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক অজিঙ্কে রাহানে। যেহেতু বিরাট ফিরে আসছেন তাই রোহিতের ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়া প্রয়োজনীয়,মত ক্রিকেট বিশেষজ্ঞদের। এখন দেখার দলের কোচ শাস্ত্রী কোন পথে হাঁটেন।
আরও পড়ুন:সাইক্লিংয়ে নতুন রেকর্ড, ৮ দিনে কাশ্মীর থেকে কন্যাকুমারী