ICC Champions Trophy 2025: ভারতের ড্রেসিংরুমে পেপটক রবি শাস্ত্রীর, সেমিতে সেরা ফিল্ডার মেডেল পেলেন কে?

Team India: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের পর মেন ইন ব্লুকে তাতাতে ভারতের ড্রেসিংরুমে হাজির প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। তিনি সেখানে ফাইনালের আগে রোহিত-বিরাটদের পেপটক দিয়েছেন।

ICC Champions Trophy 2025: ভারতের ড্রেসিংরুমে পেপটক রবি শাস্ত্রীর, সেমিতে সেরা ফিল্ডার মেডেল পেলেন কে?
ভারতের ড্রেসিংরুমে পেপটক রবি শাস্ত্রীর, সেমিতে সেরা ফিল্ডার মেডেল পেলেন কে?Image Credit source: BCCI

Mar 05, 2025 | 1:22 PM

দুবাই: অজি-বধ করে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) ফাইনালে পৌঁছে গিয়েছে মেন ইন ব্লু। মঙ্গলবার মরুশহরে ছিল ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) সেমিফাইনাল। সেই ম্যাচ ৪ উইকেটে জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। মিনি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন ৯৮ বলে ৮৪ রান করা বিরাট কোহলি। নিয়েছিলেন ২টি গুরুত্বপূর্ণ ক্যাচ। এ বার ভারতের সামনে আর একটাই ম্যাচ। ফাইনাল জিতলেই চ্যাম্পিয়ন ভারত। তার আগে মেন ইন ব্লুকে তাতাতে ভারতের ড্রেসিংরুমে হাজির প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। তিনি সেখানে ফাইনালের আগে রোহিত-বিরাটদের পেপটক দিয়েছেন। পাশাপাশি সেরা ফিল্ডার মেডেল পরিয়ে দিয়েছেন জয়ী ভারতীয় তারকার গলায়। কে পেলেন ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচে সেরা ফিল্ডারের পুরস্কার?

ভারতের ড্রেসিংরুমে ঢুকে রবি শাস্ত্রী সকলকে শুভেচ্ছা জানান। এবং বলেন, “ব্যক্তিগত ভালো পারফরম্যান্স যে কোনও ব্যক্তিকে একটা নির্দিষ্ট স্তরে নিয়ে যায়। কিন্তু যখন চ্যাম্পিয়নরা খেলবে, সেই সময় একটি সম্মিলিত দলগত প্রচেষ্টাই আসল লাইন অবধি পৌঁছে যাবে। দুটো চ্যাম্পিয়ন সেমিফাইনালে খেলেছে। এটা চাপের ম্যাচ ছিল। সকলের চরিত্র ফুটে উঠেছে। দলগত প্রচেষ্টাও নজরে পড়েছে। মাঠে প্রতিভার ঝলক সব সময় একটা পার্থক্য তৈরি করে। আর সেটাই হয় টার্নিং পয়েন্ট। এই টুর্নামেন্টে এখনও অবধি তোমরাই সেরা দল। আর একটাই ম্যাচ জেতা বাকি। সকলকে শুভেচ্ছা।”

টিম ইন্ডিয়ার তারকাদের ফাইনালের আগে পেপটক দেওয়ার পর সেমিফাইনাল ম্যাচে সেরা ফিল্ডার মেডেল পাওয়া ক্রিকেটারের নাম ঘোষণা করেন রবি শাস্ত্রী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো ফিল্ডিং করার সুবাদে সেরা ফিল্ডার মেডেল পুরস্কার পেয়েছন শ্রেয়স আইয়ার। শ্রেয়সের পাশাপাশি এই পুরস্কার পাওয়ার দৌড়ে ছিলেন বিরাট কোহলি, শুভমন গিল এবং রবীন্দ্র জাডেজা। সকলকে ছাপিয়ে গিয়ে সেরা ফিল্ডারের পুরস্কার গেল শ্রেয়সের ঝুলিতে।