AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ravindra Jadeja : বছরে তিন বার ডোপ টেস্ট জাডেজার! কেন?

ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা এ বছর সর্বাধিক তিনবার ডোপ টেস্টের জন্য নমুনা দিয়েছেন। শুধু তাই নয়, গত পাঁচ মাসে মোট ৫৫ জন ক্রিকেটারের ডোপ পরীক্ষা করা হয়েছে।

Ravindra Jadeja : বছরে তিন বার ডোপ টেস্ট জাডেজার! কেন?
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Aug 10, 2023 | 10:04 AM
Share

নয়াদিল্লি : এ বছরে তিন বার ডোপ পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন রবীন্দ্র জাডেজা। জানিয়েছে ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (NADA)। ভারতীয় দলের অলরাউন্ডার জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত তিনবার ডোপ পরীক্ষার জন্য নমুনা দেন। একবছরে সবচেয়ে বেশিবার নমুনা দেওয়া টেস্ট ক্রিকেটার এখন জাডেজা (Ravindra Jadeja)। NADA-এর ওয়েবসাইটে প্রকাশিত নতুন তালিকা অনুসারে, বছরের প্রথম পাঁচ মাসে মোট ৫৫ জন ক্রিকেটার (পুরুষ ও মহিলা-সহ ৫৮টি নমুনা) ডোপ পরীক্ষা করা হয়েছে। কেন বছরে বার বার ডোপ পরীক্ষার মুখে হয়েছে জাডেজাকে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

NADA যে তথ্য দিয়েছে তাতে, চলতি বছরে ক্রিকেটারদের কাছ থেকে সংগ্রহ করা নমুনার সংখ্যা আগের দুই বছরের তুলনায় অনেক বেশি হতে পারে। পরিসংখ্যান অনুসারে, NADA ২০২১ সালে ৫৪ এবং ২০২২ সালে ৬০ জন ক্রিকেটারের নমুনা নিয়েছিল। রোহিত শর্মাকে ২০২১ এবং ২০২২ সালে সবচেয়ে বেশি বার পরীক্ষা করা হয়েছিল। এই দুই বছরে NADA-র তথ্য অনুযায়ী রোহিতের তিনবার ডোপ পরীক্ষা করা হয়। ২০২১ এবং ২০২২ সালে বিরাট কোহলিকে পরীক্ষা করা হয়নি। ২০২২ সালে, মহিলা ক্রিকেটারদের ডোপ পরীক্ষার জন্য প্রায় ২০টি নমুনা নেওয়া হয়। চলতি বছরের প্রথম পাঁচ মাসে শুধুমাত্র দুই মহিলা ক্রিকেটারের প্রতিযোগিতার বাইরে থাকাকালীন ডোপ পরীক্ষা করা হয়েছে। তাঁরা হলেন, ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা।

২০২৩ সালের পাঁচ মাসের মধ্যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির এক বারও ডোপ পরীক্ষা করা হয়নি। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া হার্দিক পান্ডিয়ার গত এপ্রিল মাসে প্রতিযোগিতার বাইরে থাকাকালীন একবার ডোপ পরীক্ষা হয়েছে। জানুয়ারি থেকে মে পর্যন্ত যে তারকা ক্রিকেটারদের ডোপ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁরা হলেন সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল-সহ আরও অনেকে।