কলকাতা: রিঙ্কু সিং হয়তো আজকের রিঙ্কু সিং এত দ্রুত হয়ে উঠতে পারতেন না। গত আইপিএলে একটা ম্যাচ রিঙ্কুর কেরিয়ারের রং বদলে দিয়েছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ঘরোয়া ক্রিকেটে সাফল্যের সৌজন্যে জাতীয় দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং। আইপিএলের গত সংস্করণে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খাদের কিনারায় ছিল কলকাতা নাইট রাইডার্স। অতি বড় সমর্থকও সেখান থেকে জেতার স্বপ্ন দেখেনি। গুজরাট টাইটান্স শিবিরও যেন ধরেই নিয়েছিল, ম্যাচ তাদের হাতের মুঠোয়। এমন সময় রিঙ্কু ম্যাজিক। সেই বোলার যশ দয়ালকে এ মরসুমে রিটেন করেনি গুজরাট টাইটান্স। নিলামে তাঁকেই নিয়েছে আরসিবি। কিন্তু কেন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রিঙ্কু সিংয়ের কাছে পাঁচ ছক্কা খাওয়ার পর মানসিক ভাবে প্রবল চাপে ছিলেন যশ দয়াল। গত মরসুমে আর সে ভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। এ বার মিনি অকশনে তাঁকে নেওয়ার চেষ্টাও করেনি গুজরাট টাইটান্স। তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কেন সেই বোলারের জন্যই ঝাঁপাল! শুধু তাই নয়, গুজরাট টাইটান্সের আর এক বাতিল পেসার আলজারি জোসেফকেও নিলামে নিয়েছে বিরাট কোহলির টিম।
গত মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ছিলেন জশ হ্যাজলউড। যদিও চোটের জন্য হাতে গোনা ম্যাচে খেলেছিলেন জশ। মহম্মদ সিরাজের সঙ্গী হিসেবে ভালো বোলার চাইছিল আরসিবি। নিলামের আগে সে কথা জানিয়েছিলেন, আরসিবির ক্রিকেট ডিরেক্টর। যশ দয়াল এবং আলজারি জোসেফ নেওয়ার কারণ হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, ‘যশ দয়ালের মধ্যে প্রতিভা রয়েছে। গত মরসুমেই সেটা লক্ষ্য করেছি। স্লগ ওভারে বোলিংয়ের ক্ষেত্রে একটু কঠিন সময় কাটিয়েছে, তবে ওর ওপর আমাদের ভরসা রয়েছে।’
অজি অধিনায়ক প্যাট কামিন্সের জন্যও ঝাঁপিয়েছিল আরসিবি। তাঁকে পায়নি। ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফকে নিয়েছে আরসিবি। কামিন্সকে না পাওয়াতেই আলজারি জোসেফের জন্য ঝাঁপানো হয়েছিল, এমনটাই জানান ফ্লাওয়ার।