Shubman Gill: ঘরের মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরি গিলের, এই নজির বিরাটেরও নেই

সেঞ্চুরি, ডবল সেঞ্চুরি ফের সেঞ্চুরি। ওডিআই, টি-২০ হোক বা টেস্ট ফরম্যাট, শুভমন গিলের ব্যাটে রানের ঝড় অব্যাহত। ২০২৩ সালের সবে তৃতীয় মাস চলছে। তাতেই রেকর্ডের ফুলঝুরি।

Shubman Gill: ঘরের মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরি গিলের, এই নজির বিরাটেরও নেই
Follow Us:
| Edited By: | Updated on: Mar 11, 2023 | 8:45 PM

আমেদাবাদ: ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম দুটি টেস্টের প্রথম একাদশে সুযোগ পাননি। দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও টিম ম্যানেজমেন্টের অদ্ভুত সিদ্ধান্তে গিলকে বসিয়ে অফ ফর্মে থাকা লোকেশ রাহুলকে খেলানো হয়। তাতেও রাহুল ব্যর্থ হওয়ায় প্রবল সমালোচনার পর ইন্দোর টেস্টে সুযোগ পান গিল (Shubman Gill)। ইন্দোরে তাঁর ব্যাট না চললেও চেনা ছন্দে ফিরতে বেশি সময় নিলেন না। আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ তথা শেষ টেস্টে বিপক্ষের দেওয়া পাহাড়প্রমাণ রানের মোকাবিলা করতে নেমে ১২৮ রানের ইনিংস খেলেছেন। চলতি বছরে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক রান তাঁর ঝুলিতে। আরও একাধিক রেকর্ড গড়লেন তিনি। রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।

ব্যাট হাতে নতুন বছরের শুরু থেকেই শিরোনামে শুভমন গিল। ভারতীয় দলের এই তরুণ ব্যাটার সবরকম ফরম্যাটেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে প্রথম শতরান হাঁকান। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে দ্বিশতরান করে প্রশংসায় ভেসে গিয়েছিলেন গিল। ভারতের পঞ্চম পুরুষ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ডাবল সেঞ্চুরি তাঁর। এখানেই শেষ নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ফরম্যাটেও শতরানের ইনিংস খেলেন। যে ফরম্যাটে সেঞ্চুরির নজির দেশ-বিদেশের বহু তাবড় তাবড় ব্যাটারেরও নেই। এরপর শনিবার আমেদাবাদে ভারতের প্রথম ইনিংসে ঝকঝকে টেস্ট সেঞ্চুরি। এক বছরে তিনটি ফরম্যাটেই সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়ে ফেলেছেন শুভমন। দেশ-বিদেশের গুটিকয় ক্রিকেটারের এই রেকর্ড রয়েছে। শুভমন ছাড়াও লিস্টে রয়েছেন আরও দুই ভারতীয়। রোহিত শর্মা এবং সুরেশ রায়না। ২০১০ সালে একবছরে তিন ফরম্যাটে সেঞ্চুরি গড়েন রায়না। ২০১৭ সালে একই কীর্তি গড়া হয় রোহিত শর্মার ব্যাটে। এই তালিকায় এখনও পর্যন্ত ঢুকতে পারেননি বিরাট কোহলি।

২০১৫ সালে লোকেশ রাহুলের পর আরও এক কনিষ্ঠ ভারতীয় ওপেনার টেস্টে শতরান হাঁকালেন। ২৪ বছর পূর্ণ হওয়ার আগে টেস্টে শতরানকারীর তালিকায় শুভমন ছাড়া রয়েছেন ঋষভ পন্থ (১৫৯*, সিডনি ), সচিন তেন্ডুলকর (১৪৮*, সিডনি), জিআর বিশ্বনাথ (১৩৭, কানপুর), মনসুর আলি খান পতৌদি (১২৮*, চেন্নাই), দত্তু পাড়কর (১২৩, অ্যাডিলেড), বিরাট কোহলি (১৬৬, অ্যাডিলেড), সচিন তেন্ডুলকর (১১৪, পারথ), দিলীপ বেঙ্গসরকর (১১২, বেঙ্গালুরু) এবং লোকেশ রাহুল (১১০, সিডনি)।