ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হল ইংল্যান্ডের পেসার রিচার্ড গ্লেসনের। এ বারের আইপিএলে হঠাৎই সুযোগ মেলে তাঁর। নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ে ছিলেন চেন্নাই সুপার কিংসে। গত মরসুমে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ডেভন। এ বারও তাঁকে রিটেইন করেছিল চেন্নাই সুপার কিংস। যদিও চোটের কারণে তাঁকে পাওয়া যায়নি। ডেভনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে অবশেষে তাঁর পরিবর্তে রিচার্ড গ্লেসনকে সই করায় চেন্নাই সুপার কিংস। ঘরেরর মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে অভিষেকও হল গ্লেসনের।
আইপিএলে সবচেয়ে বেশি বয়সে অভিষেকের রেকর্ড রয়েছে জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার। ৩৬ বছর ৩৪২ দিন বয়সে আইপিএল অভিষেক হয়েছিল তাঁর। বয়সের দিক থেকে দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের পেসার রিচার্ড গ্লেসন। ৩৬ বছর ১৫১ দিনে আইপিএল অভিষেক হল চেন্নাই সুপার কিংস পেসারের। এই তালিকায় গ্লেসনের পরই রয়েছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির।
কেরিয়ারের প্রথম আইপিএল ম্যাচ। নজর ছিল ইংরেজ পেসার রিচার্ড গ্লেসনের দিকে। নিজের প্রথম ওভারে মাত্র ৪ রান দেন গ্লেসন। তাও ওভারের শেষ বলে বাউন্ডারি এসেছিল তাঁরই দেশের জনি বেয়ারস্টোর ব্যাটে। আগের পাঁচটি ডেলিভারি কুলকিনারা পাচ্ছিলেন না বেয়ারস্টো। নিজের দ্বিতীয় ওভারেই উইকেটের খাতা খোলেন গ্লেসন। পঞ্জাব কিংস ওপেনার প্রভসিমরন সিংকে ফেরান রিচার্ড গ্লেসন।
মাতিসা পাথিরানাকে এই ম্যাচে চোটের জন্য পায়নি চেন্নাই সুপার কিংস। তেমনই অসুস্থ তুষার দেশপান্ডেও। ম্যাচে দুটি ডেলিভারির পরই অসুস্থতায় মাঠ ছাড়েন দীপক চাহার। চেন্নাই সুপার কিংস শিবির পেস বোলিং নিয়ে কিছুটা হলেও চিন্তায়।