India Tour of West Indies : রোহিতরা হয়তো বিশ্রামে, ক্যারিবিয়ান সফরে ডাক পেতে পারেন রিঙ্কু-যশস্বীরা

Jun 13, 2023 | 1:36 PM

টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দোরগোড়া থেকে ফিরে আসতে হয়েছে। সমালোচনায় বিদ্ধ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার।

India Tour of West Indies : রোহিতরা হয়তো বিশ্রামে, ক্যারিবিয়ান সফরে ডাক পেতে পারেন রিঙ্কু-যশস্বীরা
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: আপাতত মাস খানেকের বিশ্রাম। ১২ জুলাই থেকে শুরু হচ্ছে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর (India Tour of West Indies)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারতীয় দল। সফরে দুটি টেস্ট, তিনটি ওডিআই এবং পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। সফরে এই দুটি টেস্ট, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলের অন্তর্ভূক্ত। শুরু হচ্ছে আরও একটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সফর। সব কিছুর মাঝে লক্ষ্য থাকবে বিশ্বকাপ প্রস্তুতির। মাসখানেকের এই সফরের জন্য সম্প্রতি সূচি ঘোষণা করা হয়েছে (India vs West Indies)। দল ঘোষণা এখনও বাকি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার বাদ পড়তে পারেন। তেমনই ১৬তম আইপিএলে হিট এমন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার টি-২০ সিরিজের জন্য জাতীয় দলে ডাক পেতে পারেন। বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দোরগোড়া থেকে ফিরে আসতে হয়েছে। সমালোচনায় বিদ্ধ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। যাঁদের ব্যর্থতা এই ব্যর্থতার জন্য অনেকাংশে দায়ী। প্রথমেই আসে চেতেশ্বর পূজারার নাম। দীর্ঘদিন ধরে কাউন্টি খেলে WTC ফাইনালের জন্য প্রস্তুতি সেরেছিলেন। ওভালের ফাইনালে যার ছিঁটেফোটা সুবিধেও পায়নি ভারত। এছাড়াও উমেশ যাদবের পারফরম্যান্সও আতসকাচের নীচে। রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলেছিলেন তিনি। এই দু’জনের বিকল্প হিসেবে জাতীয় দলের নির্বাচন কমিটি ভাবছে যশস্বী জয়সওয়াল ও মুকেশ কুমারের কথা। পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে শুরু থেকেই এই তরুণদের তৈরি করে রাখতে চায় বোর্ড। টেস্ট ফরম্যাটে রোহিত শর্মা আগামী দু’বছর নেতৃত্ব দেবেন কি না তা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় রোহিতের বয়স দাঁড়াবে ৩৮ বছর!

তবে একটি বিষয়ে কোনও অস্পষ্টতা নেই তা হল টি-২০ ফরম্যাটের ক্যাপ্টেন্সি। আগামী বছরের টি-২০ বিশ্বকাপে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পান্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ ফরম্যাটে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো সিনিয়রদের বিশ্রাম দেওয়া হতে পারে। তরুণদের নিয়ে টি-২০ সিরিজ সামলাবেন হার্দিক পান্ডিয়া। যেহেতু টি-২০ ফরম্যাটে ডাক পাওয়া আইপিএলের পারফরম্যান্সের উপর অনেকটাই নির্ভর করে তাই রিঙ্কু সিং, জীতেশ শর্মা প্রথম বার ডাক পেতে পারেন। টিমে ফিনিশারের অভাব রয়েছে। সেই জায়গা ঢাকতে রিঙ্কু, জীতেশদের প্রয়োজন। এছাড়া ক্যারিবিয়ান সফলে দলে কামব্যক হতে পারে ঋতুরাজ গায়কোয়াড়ের। টেস্ট স্কোয়াডের পাশাপাশি টি-২০তেও ডাক পেতে পারেন যশস্বী জয়সওয়াল।

Next Article