AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rinku Singh: সৌরভের ‘বাপি বাড়ি যা’ ঢঙে ছয় মেরে হাফসেঞ্চুরি ফিনিশার রিঙ্কুর!

India vs Afghanistan 3rd T20I: আইপিএলের গত সংস্করণে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টানা পাঁচ ছক্কা মেরে কেকেআরকে জিতিয়েছিলেন। তারপর থেকেই সমর্থকদের অন্যতম পছন্দ হয়ে ওঠেন রিঙ্কু। জাতীয় দলে সুযোগ পেতেই রিঙ্কুকে নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা যায়। রিঙ্কু মাঠে নামলে গ্যালারির আবহ পাল্টে যায়। ক্যাপ্টেন রোহিতের সঙ্গে ৯৫ বলে ১৯০ রানের অবিচ্ছিন্ন জুটি। বিশ্বকাপের টিকিট কি নিশ্চিত হয়ে গেল ফিনিশার রিঙ্কুর?

Rinku Singh: সৌরভের 'বাপি বাড়ি যা' ঢঙে ছয় মেরে হাফসেঞ্চুরি ফিনিশার রিঙ্কুর!
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 18, 2024 | 12:22 PM

রিঙ্কু সিং। এক ম্যাচের প্লেয়ার নন, আরও একবার দেখিয়ে দিলেন। আইপিএলের গত সংস্করণে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টানা পাঁচ ছক্কা মেরে কেকেআরকে জিতিয়েছিলেন। তারপর থেকেই সমর্থকদের অন্যতম পছন্দ হয়ে ওঠেন রিঙ্কু। জাতীয় দলে সুযোগ পেতেই রিঙ্কুকে নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা যায়। রিঙ্কু মাঠে নামলে গ্যালারির আবহ পাল্টে যায়। একটাই প্রত্যাশা থাকে, একটা বিনোদনের ইনিংস দেখা যাবে। বেঙ্গালুরুতে অবশ্য প্রত্যাশা বেশি ছিল বিরাট কোহলিকে নিয়ে। সেখানেই জ্বলে উঠলেন বিরাটের তরুণ সতীর্থ রিঙ্কু সিং। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত দু-ম্যাচে রান তাড়া করে জিতেছে ভারত। সিরিজও নিশ্চিত হয়ে গিয়েছিল। শেষ ম্যাচে নিজেদের চ্যালেঞ্জ করতে চেয়েছিলেন রোহিত শর্মা। টস জিতে তাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম ব্যাটিং প্যারাডাইস। নতুন বলে দু-এক ওভার ঝুঁকি না নেওয়াই শ্রেয়। বিশেষ করে টিম যখন প্রথমে ব্যাটিং করছে। গত ম্যাচের অন্যতম নায়ক যশস্বী ফিরলেন দ্রুতই। গ্যালারি তখনও বিরাট বিনোদনের অপেক্ষায়। কিন্তু প্রথম বলেই আউট কিং কোহলি। গ্যালারি জুড়ে নিস্তব্ধতা। গত দুই ম্যাচেই বিধ্বংসী ব্যাটিং করা শিবম দুবেও ফিরলেন দ্রুত। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ সঞ্জু স্যামসনও। মাত্র ২২ রানেই ৪ উইকেট হারায় ভারত।

পাওয়ার প্লে-তেই নামতে হয় রিঙ্কুকে। তিনি নামতেই ‘জেগে ওঠে’ গ্যালারি। ইনিংসের শুরুতে তাঁর বিরুদ্ধে একটি লেগ বিফোরের আবেদন হয়। আম্পায়ার বীরেন্দ্র শর্মা আউট দিয়েছিলেন। রিঙ্কু সঙ্গে সঙ্গে রিভিউ নেন। স্নিকোতে ধরা পড়ে ব্যাট লেগেছে। এরপরই রোহিতের সঙ্গে রিঙ্কুর ব্যাটিং তান্ডব। কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি হাফসেঞ্চুরি রিঙ্কুর ব্যাটে। শেষ অবধি ৩৯ বলে ৬৯ রানের বিস্ফোরক ইনিংস রিঙ্কুর। ক্যাপ্টেন রোহিতের সঙ্গে ৯৫ বলে ১৯০ রানের অবিচ্ছিন্ন জুটি। বিশ্বকাপের টিকিট কি নিশ্চিত হয়ে গেল ফিনিশার রিঙ্কুর?