Riyan Parag: RR-এ বড় বদল, সঞ্জু নন, পিঙ্ক আর্মির ব্যাটন এ বার রিয়ান পরাগের হাতে
RR, IPL 2025: এ বারের আইপিএলে ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ রাজস্থান রয়্যালসের। এরপর ২৬ মার্চ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে পিঙ্ক আর্মি। এই ম্যাচগুলোতে রাজস্থানের হয়ে নেতৃত্বে দেখা যাবে না সঞ্জু স্যামসনকে।

কলকাতা: আর ঠিক ২ দিন পর শুরু হয়ে যাবে ভারতীয় ক্রিকেটের মহাযজ্ঞ, আইপিএল। ক্রিকেট প্রেমীদের আর যেন তর সইছে না। ২২ মার্চ থেকে শুরু করে ১০ দলের লড়াই হবে সেই ২৫ মে অবধি। সকল ক্রিকেট প্রেমীরা এখন ১০ ফ্র্যাঞ্চাইজির প্লেয়ারদের অনুশীলনে নজর রেখেছে। এক এক টিম থেকে মাঝে মাঝে নানা বদলের খবর আসছে। এ বার পিঙ্ক আর্মিতেও ক্যাপ্টেন বদল। সঞ্জু স্যামসন (Sanju Samson) শুরু থেকেই আইপিএলে খেলবেন। কিন্তু তাঁর পরিবর্তে টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে নেতৃত্ব দেওয়ার জন্য রাজস্থান বেছে নিয়েছে রিয়ান পরাগকে (Riyan Parag)।
এ বারের আইপিএলে ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ রাজস্থান রয়্যালসের। এরপর ২৬ মার্চ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে পিঙ্ক আর্মি। তারপর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩০ মার্চ রয়েছে রাজস্থানের তৃতীয় ম্যাচ। আর এই ম্যাচগুলোতে রাজস্থানের হয়ে নেতৃত্বে দেখা যাবে না সঞ্জু স্যামসনকে। কারণ কী? কয়েকদিন আগে চোট সারিয়ে রাজস্থান শিবিরে যোগ দিয়েছেন সঞ্জু। কিন্তু তিনি রাজস্থানের হয়ে প্রথম ৩ ম্যাচে খেললেও দেবেন না নেতৃত্ব। বৃহস্পতিবার রাজস্থানের পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।
এই খবরটিও পড়ুন




পিঙ্ক আর্মির পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএলে তাদের প্রথম তিন ম্যাচে সঞ্জু শুধু ব্যাটার হিসেবে খেলবেন। উইকেটকিপিং করবেন না। তবে তিনি যে দলের অবিচ্ছেদ্য অংশ তা বলতে ভোলেনি পিঙ্ক আর্মি। উইকেটকিপিং ও ফিল্ডিংয়ের অনুমতি না পাওয়া অবধি শুধু ব্যাটার হিসেবেই খেলতে পারবেন সঞ্জু। এরপর পুরো ফিট হয়ে গেলে নেতৃত্বে ফিরবেন তিনি। ক্রিকেট মহল মনে করছে, তা হলে হয়তো সঞ্জুকে ব্যাটিংয়ের সময় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামাবে রাজস্থান।
দলের এক্স হ্যান্ডেলে রাজস্থানের ড্রেসিংরুমের ভিতর থেকে এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে সঞ্জু বলেছেন, “আমার মনে হয় পরের তিনটে ম্যাচে আমি পুরোপুরি ফিট থাকতে পারব না। আমি মনে করি আমার টিমে প্রচুর নেতা রয়েছে। গত কয়েকটা বছরে সকলে টিমের খেয়াল রেখেছে। তাই এ মরসুমে আমাদের প্রথম তিন ম্যাচে রিয়ান টিমকে নেতৃত্ব দেবে। ওর মধ্যে সেই ক্ষমতাটা আছে। আমি আশা করি দলের বাকিরা ওর পাশে সব সময়ই থাকবে।”
💪 Update: Sanju will be playing our first three games as a batter, with Riyan stepping up to lead the boys in these matches! 💗 pic.twitter.com/FyHTmBp1F5
— Rajasthan Royals (@rajasthanroyals) March 20, 2025





