Yuzvendra Chahal: চাহালের হ্যাটট্রিক, উচ্ছসিত RJ মেহবেশ! ভাইরাল পোস্টে প্রেমের টাটকা গন্ধ!
০২৫ সালের আইপিএলের প্রথম হ্যাটট্রিক করলেন চাহাল। সেই নিয়ে ইন্সটাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন রেডিও জকি মেহবেশ। ইনস্টাগ্রাম স্টোরি দেওয়ার পরই ভাইরাল হয়েছে সেটি। কী এমন লিখেছেন মেহবেশ?

আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী যুজবেন্দ্র চাহাল। মোট ৪ দলের হয়ে ১৩ মরসুমে ১৭০ ম্যাচ খেলেছেন তিনি। এখনও অবধি মোট ২১৮ উইকেট তাঁর খাতায়। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে ১৯ ওভারে তাঁর তৃতীয় ওভার বল করতে আসেন চাহাল। এসেই ধামাকা। প্রথম বলে ছয় হজম করে দ্বিতীয় বলেই আউট করেন ধোনিকে। তখনও বাকি আসল জাদু। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তিনটির তিন বলেই উইকেট নিয়ে হ্য়াটট্রিক। তুলে নেন দীপক হুডা, অংশুল কম্বোজ ও নুর আহমেদকে। এক ওভারেই চার উইকেট। যা আইপিএলে মাত্র চার বার হল। এর আগে মাত্র তিনবার এক ওভারে ৪ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছিল।
ধনশ্রীর সঙ্গে ডিভোর্সের কিছুদিন পর থেকেই এই মেহবেশের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে নেট দুনিয়ায়। দুর্দান্ত পারফরম্যান্সের পরই চাহালকে মেনশন করে ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন সেই রেডিও জকি মেহবেশ। চাহালকে ট্যাগ করে মেহবেশ লিখেছেন, ‘গড মোড অন নাকি??? একজন যোদ্ধার মতো শক্তিশালী চাহাল স্যার।’
RJ Mahvash’s Instagram story for Yuzi Chahal. pic.twitter.com/rzO5456iEB
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 30, 2025
এই স্টোরি দেওয়ার পরই ভাইরাল হয়ে যায় পোস্টটি। আর তাঁদের প্রেমের গুঞ্জনে নতুন করে ঘি পড়ে। যদিও দু’জনের কেউই এখনও কোনও অফিসিয়াল স্টেটমেন্ট দেননি। তাও একসঙ্গে টিম বাসে ওঠা, বিমানবন্দরে, ডিনারে তাঁদের একসঙ্গে দেখতে পাওয়া ইঙ্গিত দিচ্ছে অন্য কিছুর।
শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-
