Yuzvendra Chahal: অসম্ভব! যুজবেন্দ্র চাহালের ম্যাচ জেতানো স্পেলে আবেশে ভাসলেন মেহবেশ
IPL 2025: চাহাল ও মেহবেশের প্রেমের গুঞ্জন দিন দিন বাড়ছে। তার মাঝে এ বার যুজির প্রশংসায় পঞ্চমুখ মেহবেশ।

কলকাতা: বল হাতে আক্রমণে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), তছনছ হয়ে গেল কেকেআর (KKR)। এ দৃশ্য মঙ্গলবার রাতের। মুল্লানপুরে আইপিএল (IPL) ম্যাচে। কেকেআরের বিরুদ্ধে ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ৪ উইকেট ঝুলিতে ভরেন যুজি চাহাল। ম্যাচের সেরা তিনি। পঞ্জাব কিংস জিততেই ইন্সটাগ্রামে চাহালকে নিয়ে মিষ্টি পোস্ট আরজে মেহবেশের। বিগত কয়েকদিন ধরে তাঁর সঙ্গেই যুজির প্রেমের গুঞ্জন চলছে। চাহালের ম্যাচ জেতানো স্পেল দেখে আবেশে ভেসেছেন মেহবেশ।
যুজবেন্দ্র চাহাল ও মেহবেশ লাভ বার্ডস! নাকি যুজবেন্দ্র চাহালের স্পেশাল চিয়ারলিডার মেহবেশ? উত্তরটা ক্রিকেট প্রেমীরা নিজেদের মতো করে বেছে নিচ্ছেন। বেশিরভাগেরই দাবি, যুজি ও মেহবেশ চুটিয়ে প্রেম করছেন। মাঝে মাঝেই তাঁদের একসঙ্গে নানা জায়গায় দেখা যাচ্ছে। মেহবেশকে এ বারের আইপিএলে গ্যালারি থেকে পঞ্জাব কিংসকে সাপোর্ট করতেও দেখা গিয়েছে। সব মিলিয়ে জল্পনা বেড়েই চলেছে।
চাহাল ও মেহবেশের প্রেমের গুঞ্জন দিন দিন বাড়ছে। তার মাঝে এ বার যুজির প্রশংসায় পঞ্চমুখ মেহবেশ। কেকেআরের বিরুদ্ধে পঞ্জাব কিংসের জয়ের দিন ইন্সটাগ্রাম স্টোরিতে যুজবেন্দ্র চাহালের সঙ্গে ছবি শেয়ার করেছেন মেহবেশ। সেখানে লেখেন, ‘অত্যন্ত অসাধারণ মানুষ! এই কারণেই আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী!!! অসম্ভব!’
এই খবরটিও পড়ুন





ইন্সটাগ্রামে যুজবেন্দ্র চাহালের সঙ্গে এই ছবি শেয়ার করেছেন আরজে মেহবেশ। (ছবি-আরজে মেহবেশ ইন্সটাগ্রাম স্টোরি)
পঞ্জাবের ঘরের মাঠে চাহালের চার শিকার যথাক্রমে – অজিঙ্ক রাহানে (১৭), অংকৃশ রঘুবংশী (৩৭), রিঙ্কু সিং (২) ও রমনদীপ সিং (০)। চাহাল ছাড়া কেকেআরের বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছেন মার্কো জ্যানসেন। ১টি করে উইকেট জেভিয়ার বার্টলেট, অর্শদীপ সিং ও গ্লেন ম্যাক্সওয়েলের।





