ICC World Cup 2023: পুরো টিমের সঙ্গে কান্নায় ভেঙে পড়েছিল রোহিত-বিরাটও, ফাঁস করলেন অশ্বিন

বছর ১২-র ট্রফির অপেক্ষা পূর্ণ না হওয়ার কষ্ট ঠিক কতটা? তা বিশ্বকাপে ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটার যেমন জানেন, তেমনই জানেন টিম ইন্ডিয়ার (Team India) কোটি কোটি ভক্তরাও। ১৯ নভেম্বর ভারতীয় টিমের কাছে একটা দুঃস্বপ্নের রাতের মতো। যা কেটেও এখনও কাটেনি। ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) অস্ট্রেলিয়ার কাছে হারার পর ভারতীয় টিমের ড্রেসিংরুমের অবস্থা কেমন ছিল? তা জানতে আগ্রহী টিম ইন্ডিয়ার আপামর ভক্তরা।

ICC World Cup 2023: পুরো টিমের সঙ্গে কান্নায় ভেঙে পড়েছিল রোহিত-বিরাটও, ফাঁস করলেন অশ্বিন
ICC World Cup 2023: ফাইনালের পর ড্রেসিংরুমে রোহিত-বিরাটরা কেঁদেছিল: রবিচন্দ্রন অশ্বিন Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 30, 2023 | 4:43 PM

নয়াদিল্লি: স্বপ্নের ফর্মে থেকেও বিশ্বজয় করতে পারেনি রোহিত অ্যান্ড কোং। বছর ১২-র ট্রফির অপেক্ষা পূর্ণ না হওয়ার কষ্ট ঠিক কতটা? তা বিশ্বকাপে ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটার যেমন জানেন, তেমনই জানেন টিম ইন্ডিয়ার (Team India) কোটি কোটি ভক্তরাও। ১৯ নভেম্বর ভারতীয় টিমের কাছে একটা দুঃস্বপ্নের রাতের মতো। যা কেটেও এখনও কাটেনি। ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) অস্ট্রেলিয়ার কাছে হারার পর ভারতীয় টিমের ড্রেসিংরুমের অবস্থা কেমন ছিল? তা জানতে আগ্রহী টিম ইন্ডিয়ার আপামর ভক্তরা। বিশ্বকাপ ফাইনালের পরের দিনই দেখা গিয়েছিল, ১৯ নভেম্বর রাতে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভিডিয়ো-ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল। এ বার বিশ্বকাপে ভারতীয় টিমে থাকা এক সদস্য জানালেন, ফাইনালে হেরে ড্রেসিংরুমে ফিরে কীভাবে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli) কেঁদেছিলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সম্প্রতি এস বদ্রীনাথের ইউটিউবে বিশ্বকাপে ভারতীয় টিমের একাধিক বিষয় নিয়ে জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। একদিকে যখন অস্ট্রেলিয়া ষষ্ঠ ওডিআই বিশ্বকাপ জিতেছিল, অপর দিকে ভারতীয় শিবিরে ধেঁয়ে এসেছিল বিরাট হতাশা। আমেদাবাদে ভারত বিশ্বকাপ ফাইনাল হারার পর টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম একেবারে থমথমে হয়ে গিয়েছিল। এই প্রসঙ্গে অশ্বিন বলেন, ‘আমাদের সকলের ভীষণ কষ্ট হচ্ছিল। রোহিত ও বিরাট কাঁদছিল। সেটা দেখে ভীষণ খারাপ লাগছিল। কিন্তু কিছু করার ছিল না। আমাদের দলটা যথেষ্ট অভিজ্ঞ ছিল। প্রত্যেকে জানে কাকে কী করতে হবে। প্রত্যেই নিজেদের রুটিন, ওয়ার্ম আপ সম্পর্কে জানত। দু’জনেই প্রকৃত ক্যাপ্টেন। ওরা দলের মধ্যে একটা অন্য রকম পরিবেশও তৈরি করেছিল।’

একইসঙ্গে ক্যাপ্টেন রোহিতের বিরাট প্রশংসা করেছেন অশ্বিন। তাঁর কথায়, ‘ভারতীয় ক্রিকেটের দিকে দেখলে সকলেই বলে মহেন্দ্র সিং ধোনি সবচেয়ে সেরা অধিনায়ক। রোহিত শর্মা একজন অসাধারণ মানুষ। ও দলের প্রত্যেক মানুষকে চেনে। ও জানে দলের কে, কী পছন্দ করে আর অপছন্দ করে। দলের সকলের সঙ্গে ওর বোঝাপড়া খুব ভালো। সকল সদস্যকে বোঝার জন্য় ও বিরাট চেষ্টাও করত।’