Rohit Sharma: ক্যানবেরায় অবাক দৃশ্য, রাহুলকে ওপেনিং ছেড়ে মন জিতলেন ক্যাপ্টেন রোহিত
IND vs AUS: পারথ টেস্টে খেলেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। তাঁর অনুপস্থিতে বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করেন লোকেশ রাহুল। অ্যাডিলেডে টেস্টে রাহুল কি ওপেনিংয়ে সুযোগ পাবেন?
কলকাতা: ক্যানবেরায় এ কী দৃশ্য! সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ট্রেন্ডিংয়ে ‘সেল্ফলেস ক্যাপ্টেন রোহিত শর্মা।’ আর তিনি ট্রেন্ডিংয়ে থাকার মতো কাজই করেছেন যে। পারথ টেস্টে খেলেননি ভারত অধিনায়ক। নিয়েছিলেন পিতৃত্বকালীন ছুটি। অ্যাডিলেড টেস্টের আগে যে কারণ মনে করা হচ্ছিল প্রস্তুতি ম্যাচে নিজেকে পরখ করে নেবেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু কোথায় কী! বরং লোকেশ রাহুলের (KL Rahul) জন্য তিনি ছাড়লেন ওপেনিং স্লট। আর তাতেই অনুরাগীদের মন জয় করে নিয়েছেন তিনি।
ভারত ও প্রধানমন্ত্রী একাদশের ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার যে টিম শিট, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে নিজেকে ৫ নম্বরে রেখেছেন রোহিত শর্মা। সাধারণত যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করেন রোহিত শর্মা। কিন্তু ক্যানবেরায় তেমনটা করলেন না রোহিত। সুযোগ দিলেন লোকেশ রাহুলকে। রোহিতের এই সিদ্ধান্ত দেখে তাঁর অনুরাগীরা ক্যাপ্টেনকে প্রশংসায় ভরাচ্ছেন। কতটা নিঃস্বার্থ হলে নিজের ব্যাটিং পজিশন ছেড়ে দিতে পারেন কোনও ক্যাপ্টেন, সে কথাও উল্লেখ করছেন রোহিতের অনুরাগীরা।
এই খবরটিও পড়ুন
Rohit Sharma to sacrafise his opening position for KL Rahul 💔
And haters call him insecure 💔 India will never get a captain like Rohit Sharma, Remember that. pic.twitter.com/11nHw5KpRS
— Ctrl C Ctrl Memes (@Ctrlmemes_) December 1, 2024
• Sacrificed IPL Salary for Team. • Sacrificed his Opening for KL Rahul. • Sacrificed his Milestones for Team.
India will never see a Selfless Captain like Rohit Sharma. 🫡 pic.twitter.com/vY8nR9bJeM
— Selfless⁴⁵ (@SelflessCricket) December 1, 2024
প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে নেমে ১৮ ওভার অবধি খেলেন লোকেশ রাহুল। তাতে ৪৪ বলে ২৭ রান করেন তিনি। তাঁর ব্যাটে এসেছএ ৪টি চার। ১৯তম ওভার শুরু হওয়ার আগে রিটায়ার্ট আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। আর চারে নামেন রোহিত শর্মা।