Indian Cricket Team: ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় আছি কিনা জানিয়ে দিন’, বোর্ডকে সরাসরি এমন প্রশ্ন!
ICC T20 World Cup 2024: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ রয়েছে ভারতের। ১০ ডিসেম্বর শুরু সফর। টি-টোয়েন্টি ও ওডিআইতে বিশ্রাম দেওয়া হয়েছে দুই সিনিয়র ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। দু-জনই ছুটি চেয়েছিলেন, বোর্ডের তরফে টিম ঘোষণার দিন এমনটাই জানানো হয়েছিল। তার আগে বোর্ডের সঙ্গে ম্যারাথন মিটিংয়ে রোহিত শর্মা সরাসরি জানতে চান, তাঁকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভাবা হচ্ছে কিনা!

নয়াদিল্লি: বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষত এখনও মেটেনি। ঘরের মাঠে বিশ্বকাপ। প্রত্যাশা এমনিতেই বেশি ছিল। তার ওপর লিগ পর্বে একের পর এক চোখ ধাঁধানো পারফরম্যান্সে সেই প্রত্যাশা আরও বাড়তে থাকে। লিগের ৯ ম্যাচেই জিতেছে ভারত। সেমিফাইনালে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ট্রফির ম্যাচে। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে ওঠা দলকে নিয়ে পাহাড় প্রমাণ প্রত্যাশা থাকবে এমনটাই স্বাভাবিক। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। আবারও স্বপ্নভঙ্গ হয়। কিছু দিন আগেই এই হারের পর্যালোচনায় হেড কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ম্যারাথন মিটিং করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখান থেকে উঠে আসছে আরও একটা তথ্য! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ রয়েছে ভারতের। টি-টোয়েন্টি ও ওডিআইতে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। দু-জনই ছুটি চেয়েছিলেন, বোর্ডের তরফে টিম ঘোষণার দিন এমনটাই জানানো হয়েছিল। তার আগে বোর্ডের সঙ্গে ম্যারাথন মিটিংয়ে রোহিত শর্মা সরাসরি জানতে চান, তাঁকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভাবা হচ্ছে কিনা! হিন্দি সংবাদপত্র দৈনিক জাগরনের খবর অনুযায়ী, বোর্ড কর্তা এবং নির্বাচকদের এমন প্রশ্নই করেন রোহিত।
বোর্ডের সেই ম্যারাথন মিটিংয়ে রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা, সচিব জয় শাহ এবং নির্বাচক প্রধান অজিত আগরকরও ছিলেন। রোহিত এমন প্রশ্ন করায় কোচ রাহুল দ্রাবিড়ও কর্তাদের জানান, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নেতা হিসেবে রোহিতই যোগ্য ব্যক্তি। বোর্ড কর্তারা সেই প্রস্তাবে সায় দিয়েছিলেন। এ বছর দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেননি রোহিত-বিরাট। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই এই ফরম্যাটে নীল জার্সিতে দেখা যায়নি রোহিতকে। সে কারণেই এমন প্রশ্ন বলে মনে করা হচ্ছে।
বোর্ডকর্তারা চেয়েছিলেন, দক্ষিণ আফ্রিকা সফর থেকেই টি-টোয়েন্টির দায়িত্ব নিক রোহিত শর্মা। যদিও এই সিরিজে সাদা বলের ক্রিকেটে বিরাটের মতো ছুটি চেয়েছিলেন রোহিতও। সেই সিদ্ধান্ত মেনে নেওয়া হয়। সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেতৃত্ব দেওয়া সূর্যকুমার যাদবকেই দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে। ওয়ান ডে-তে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। টেস্টে নেতা রোহিতই। ফিরবেন বিরাটও। এখনও অবধি যা খবর, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই।





