Indian Cricket Team: ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় আছি কিনা জানিয়ে দিন’, বোর্ডকে সরাসরি এমন প্রশ্ন!

ICC T20 World Cup 2024: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ রয়েছে ভারতের। ১০ ডিসেম্বর শুরু সফর। টি-টোয়েন্টি ও ওডিআইতে বিশ্রাম দেওয়া হয়েছে দুই সিনিয়র ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। দু-জনই ছুটি চেয়েছিলেন, বোর্ডের তরফে টিম ঘোষণার দিন এমনটাই জানানো হয়েছিল। তার আগে বোর্ডের সঙ্গে ম্যারাথন মিটিংয়ে রোহিত শর্মা সরাসরি জানতে চান, তাঁকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভাবা হচ্ছে কিনা!

Indian Cricket Team: 'টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় আছি কিনা জানিয়ে দিন', বোর্ডকে সরাসরি এমন প্রশ্ন!
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2023 | 7:30 AM

নয়াদিল্লি: বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষত এখনও মেটেনি। ঘরের মাঠে বিশ্বকাপ। প্রত্যাশা এমনিতেই বেশি ছিল। তার ওপর লিগ পর্বে একের পর এক চোখ ধাঁধানো পারফরম্যান্সে সেই প্রত্যাশা আরও বাড়তে থাকে। লিগের ৯ ম্যাচেই জিতেছে ভারত। সেমিফাইনালে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ট্রফির ম্যাচে। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে ওঠা দলকে নিয়ে পাহাড় প্রমাণ প্রত্যাশা থাকবে এমনটাই স্বাভাবিক। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। আবারও স্বপ্নভঙ্গ হয়। কিছু দিন আগেই এই হারের পর্যালোচনায় হেড কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ম্যারাথন মিটিং করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখান থেকে উঠে আসছে আরও একটা তথ্য! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ রয়েছে ভারতের। টি-টোয়েন্টি ও ওডিআইতে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। দু-জনই ছুটি চেয়েছিলেন, বোর্ডের তরফে টিম ঘোষণার দিন এমনটাই জানানো হয়েছিল। তার আগে বোর্ডের সঙ্গে ম্যারাথন মিটিংয়ে রোহিত শর্মা সরাসরি জানতে চান, তাঁকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভাবা হচ্ছে কিনা! হিন্দি সংবাদপত্র দৈনিক জাগরনের খবর অনুযায়ী, বোর্ড কর্তা এবং নির্বাচকদের এমন প্রশ্নই করেন রোহিত।

বোর্ডের সেই ম্যারাথন মিটিংয়ে রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা, সচিব জয় শাহ এবং নির্বাচক প্রধান অজিত আগরকরও ছিলেন। রোহিত এমন প্রশ্ন করায় কোচ রাহুল দ্রাবিড়ও কর্তাদের জানান, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নেতা হিসেবে রোহিতই যোগ্য ব্যক্তি। বোর্ড কর্তারা সেই প্রস্তাবে সায় দিয়েছিলেন। এ বছর দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেননি রোহিত-বিরাট। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই এই ফরম্যাটে নীল জার্সিতে দেখা যায়নি রোহিতকে। সে কারণেই এমন প্রশ্ন বলে মনে করা হচ্ছে।

বোর্ডকর্তারা চেয়েছিলেন, দক্ষিণ আফ্রিকা সফর থেকেই টি-টোয়েন্টির দায়িত্ব নিক রোহিত শর্মা। যদিও এই সিরিজে সাদা বলের ক্রিকেটে বিরাটের মতো ছুটি চেয়েছিলেন রোহিতও। সেই সিদ্ধান্ত মেনে নেওয়া হয়। সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেতৃত্ব দেওয়া সূর্যকুমার যাদবকেই দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে। ওয়ান ডে-তে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। টেস্টে নেতা রোহিতই। ফিরবেন বিরাটও। এখনও অবধি যা খবর, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই।

অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...