এতো একেবারে ভাজ্জি! রোহিতের ডেলিভারি ভাইরাল

raktim ghosh |

Feb 06, 2021 | 7:55 PM

রোহিত শর্মার ডেলিভারি নেটিজেনদের মধ্যে এদিন জনপ্রিয়। ভাইরালও হয়েছে। শুধু তাই নয়, রোহিতের ভিডিও রিটুইট করেছেন স্বয়ং ভাজ্জি।

এতো একেবারে ভাজ্জি! রোহিতের ডেলিভারি ভাইরাল
এ যে একেবারে ভাজ্জি! ছবি সৌঃ টুইটার

Follow Us

চেন্নাই: দুহাত ছাড়িয়ে রান আপ শুরু। তারপর কব্জির মোচড়ে ডেলিভারি। এক ঝলক দেখলে মনেহবে যেন হরভজন সিং।চিপকে টেস্টে হরভজন? বোলিং অ্যাকশন তো পুরো কপি-পেস্ট। না, এই ডেলিভারির মালিক রোহিত শর্মা(Rohit Sharma)। মুম্বইকরের বোলিং অ্যাকশন এখন নেটদুনিয়ায় ভাইরাল।

নাদিম,ইশান্তের(Ishant Sharma) বোলিংয়ে তখন কোনও কাজ হচ্ছেনা। স্টোকস-রুটরা ডালপালা মেলছেন চিপকের বাইশ গজে। অগত্যা অনিয়মিত বোলার হিসেবে ডাক পড়ে রোহিত শর্মার। বোলার রোহিত শর্মা যখন প্রথম ডেলিভারি শুরু করলেন, চোখ কচলাতেন শুরু করলেন ক্রিকেটমোদীরা। শুধু কি দর্শকরা, মাঠে উপস্থিত অনেকেই ডেলিভারি দেখে বুঝতে পারছেন না, ইনি কি রোহিত শর্মা? নাকি চিপকে স্বয়ং হরভজন?

রোহিত শর্মার ডেলিভারি নেটিজেনদের মধ্যে এদিন জনপ্রিয়। ভাইরালও হয়েছে। শুধু তাই নয়, রোহিতের ভিডিও রিটুইট করেছেন স্বয়ং ভাজ্জি(Harbhajan Singh)।

 

তবে এমন ভাবার কোনও কারন নেই, যে রোহিত শর্মা বল হাতে একেবারেই শিক্ষানবীশ। পরিসংখ্যান বলছে, টেস্টে ২টি উইকেট রয়েছে এই মুম্বইয়ের তারকা ব্যাটসম্যানের। একদিনের ক্রিকেটে ৮টি উইকেটও ঝুলিতে রয়েছে তাঁর।টি২০ ক্রিকেটে ১ টি উইকেট পেয়েছেন রোহিত।

এদিন রোহিতকে দিয়ে বোলিংয়ে চমক দিতে চাইলেও, বিরাটের এই পরিকল্পনা অবশ্য সফল হয়নি। ২ ওভার হাত ঘুরিয়ে ৭ রান দিয়েছেন রোহিত। উইকেটের মুখ দেখেননি।

Next Article