বিরাটের রান আউটটাই টার্নিং পয়েন্ট: লিয়ঁ

sushovan mukherjee |

Dec 17, 2020 | 7:49 PM

প্রথম দিনের খেলা শেষে কিছুটা হলেও স্বস্তিতে অস্ট্রেলিয়া শিবির। কারণ একটাই, সেট হয়ে যাওয়া বিরাট কোহলি প্যাভেলিয়ানে ফিরেছেন।

বিরাটের রান আউটটাই টার্নিং পয়েন্ট: লিয়ঁ
উইকেট পেয়ে উল্লাস অস্ট্রেলিয়া শিবিরের। ছবি সৌজন্যে - টুইটার (ক্রিকেট অস্ট্রেলিয়া)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল– বিরাট কোহলির (Virat Kohli) রান আউটটাই প্রথম দিনের ছবিটা পাল্টে দিয়েছে। যে ভাবে ব্যাট করছিলেন ভারতীয় টিমের ক্যাপ্টেন, তাতে সেঞ্চুরি তো করতেনই, হয়তো আরও চাপে ফেলে দিতেন অস্ট্রেলিয়া।
৭৪ করে রান আউট হয়েছেন বিরাট। যা নিয়ে নাথান লিয়ঁ (Nathan Lyon) প্রেস মিটে বলেছেন, ‘বিরাটের মতো ব্যাটসম্যানের উইকেটটা সব সময় গুরুত্বপূর্ণ হয়। আর সেটা যদি রান আউট হয়, তা হলে তো আর কথাই নেই। বিরাট কিন্তু দারুণ ব্যাটিং করছিল। ওকে রান আউট করতে পেরে খুব ভালো লাগছে।’

 

 

প্রথম দুটো উইকেট পর পর হারানোর পর বিরাট আর চেতেশ্বর পূজারা খেলা ধরে নিয়েছিলেন। ১৬০ বলে ৪৩ রানের পার্টনারশিপটা চাপ কাটিয়েছিল ভারতের। লিয়ঁ ওই পর্যায়ে দু’জনকে আউট করার আপ্রাণ চেষ্টা করছিলেন। যা নিয়ে বলেছেন, ‘দারুণ মজা হয়েছে। ওরা বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান। ওদের বিরুদ্ধে বোলিং করা সব সময় চ্যালেঞ্জের। কারণ, ওরা স্পিনের বিরুদ্ধে অন্য রকম ভাবে খেলে। আর ওই চ্যালেঞ্জটা নিতে সব সময় ভালো লাগে আমার।’

আরও পড়ুন – শুরুতেই স্মিথকে ফেরাও

প্রথম দিনের শেষে ভারত ২৩৩-৬। ভারতকে অল্প রানে বেঁধে ফেলতে পেরে খুশি অস্ট্রেলিয়া। লিয়ঁর কথায়, ‘অবশ্যই সন্তুষ্ট আমরা। তবে আরও ভালো হতে পারত। বোলিং ইউনিট হিসেবে আমরা ভালো খেলেছি। তবে এখনও ম্যাচের অনেক বাকি আছে।’ সঙ্গে জুড়েছেন, ‘ভারতের টপ অর্ডারের দিকে যদি তাকান, দেখবেন ওরা অনেক বেশি সফট হ্যান্ড শট খেলে। সেই কারণে ক্যাচগুলো স্লিপ বা ফিল্ডার পর্যন্ত ক্যারি করেনি।’

 

Next Article