IND vs ZIM: মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস ঋতুরাজের, পাওয়ারহিটারদের ‘পাওয়ার’ দেখা গেল না
Ruturaj Gaikwad: জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৭ রান করেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। এরপর দ্বিতীয় ম্যাচে ৭৭ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। এ বার সিরিজের তৃতীয় ম্যাচে ৪৯ করলেন তিনি।

কলকাতা: জয় দিয়ে টি-২০ (T20) সিরিজ শুরু করেছিল সিকান্দার রাজার জিম্বাবোয়ে। প্রথম ম্যাচে জিম্বাবোয়ে যেমন পারফর্ম করেছিল, তার থেকে আকাশ-পাতাল ফারাক দেখা যাচ্ছে তৃতীয় ম্যাচে। হারারেতে আজ একাধিক ক্যাচ মিস করেছেন জিম্বাবোয়ের ফিল্ডাররা। স্বাভাবিক ভাবেই তা ম্যাচে ছাপ ফেলেছে। না হলে হয়তো ১৮৩ রান রাজাদের সামনে টার্গেট থাকত না। তৃতীয় টি-২০-তে একাদশে বদল করার পর গিল বলেছিলেন, ‘পাওয়ারহিটাররা টিমে ফিরে ভালো হল।’ ভারতের ইনিংস শেষে বলতে হচ্ছে, পাওয়ারহিটারদের পাওয়ার হারারেতে দেখা গেল না। ক্যাপ্টেন গিল ৬৬ রানের ইনিংস উপহার দিলেন। আর ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করলেন। এ ছাড়া বাকিরা কী করলেন?
টস ভাগ্য এই সিরিজে সঙ্গ দিচ্ছে শুভমন গিলের। প্রথম ম্যাচে রান তাড়া করে হেরে শিখেছে মেন ইন ব্লু। তাই দ্বিতীয় ম্যাচে পাহাড় প্রমাণ টার্গেট দিয়েছিলেন জিম্বাবোয়েকে। ওই ম্যাচ জিতেছিল ভারত। তৃতীয় ম্যাচেও তাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গিল। প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ১৮২ রান তুলেছে টিম ইন্ডিয়া। নবম ওভারে ওপেনার যশস্বীকে ফেরান রাজা। তাঁর এই ব্রেক থ্রু-র পর জিম্বাবোয়ের কাছে সুযোগ ছিল ঘুরে দাঁড়ানোর। কিন্তু সেই অর্থে তা পারেনি রাজার দল।
২০০ স্ট্রাইকরেটে শুরু করেও শেষটা ভালো করতে পারেনি যশস্বী। তিনি ২৭ বলে ৩৬ রান করেন। ব্যাটিং অর্ডারে পরিবর্তন হওয়ায় অভিষেক শর্মা অস্বস্তিতে পড়েছিলেন। ৯ বলে তিনি করেন ১০ রান। সঞ্জু স্যামসন ৭ বলে করেন ১২* রান। আশানুরূপ পারফর্ম করতে পারেননি বিশ্বজয়ী সঞ্জুও। ক্যাপ্টেন গিলের ৬৬ রানের পর ভারতের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান ঋতুরাজের। আজ চারে নামেন তিনি ২৮ বলে করেন ৪৯ রান। স্ট্রাইকরেট ১৭৫। তাঁর ব্যাটে এসেছে ৭টি চার ও ৩টি ছয়।
এই ম্যাচের আগে প্রেস কনফারেন্সে ঋতুর সামনে প্রশ্ন রাখা হয়েছিল বিরাটের জুতোয় পা গলিয়ে কেমন লাগছে? তখন ঋতু জানান, বিরাটের সঙ্গে তুলনা, তাঁর জুতোয় পা গলানোর চেষ্টা, এই বিষয় গুলো কল্পনা করাই খুব কঠিন কাজ। ফলে তিনি তা নিয়ে ভাবছেন না। একইসঙ্গে তিনি জানিয়েছিলেন, কোন পজিশনে ব্যাট করছেন সেটা বড় নয়। দলের হয়ে অবদান রাখাটাই আসল। ফলে গত ম্যাচে তিনে ব্যাটিং করার পর আজ চারে নেমেও একই ছন্দে দেখা গেল ঋতুরাজকে।





