Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ryan Rickelton on Suryakumar Yadav: ‘স্বপ্নেও পারব না…’, সূর্য বন্দনায় মুম্বইয়ের প্রোটিয়া ওপেনার

IPL 2025, Mumbai Indians: বোলারদের পর দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রায়ান। কিন্তু তিনি মুগ্ধ ক্যামিও ইনিংস খেলা সূর্যকুমার যাদবের ব্যাটিং নিয়ে। ম্যাচ শেষে সূর্য বন্দনায় প্রোটিয়া কিপার-ব্যাটার রিকলটন। কী বলছেন তিনি?

Ryan Rickelton on Suryakumar Yadav: 'স্বপ্নেও পারব না...', সূর্য বন্দনায় মুম্বইয়ের প্রোটিয়া ওপেনার
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Apr 01, 2025 | 3:19 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বার খেলছেন। মুম্বই ইন্ডিয়ান্স নিয়েছে প্রোটিয়া কিপার ব্যাটার রায়ান রিকলটনকে। প্রথম দু-ম্য়াচে শুরুটা ঠিকঠাক করলেও বড় ইনিংস আসেনি। মুম্বই ইন্ডিয়ান্সও প্রথম দু-ম্যাচ হেরেছে। সোমবার হোমগ্রাউন্ড ওয়াংখেড়েতে মরসুমের প্রথম জয় মুম্বই ইন্ডিয়ান্সের। বোলারদের পর দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রায়ান। কিন্তু তিনি মুগ্ধ ক্যামিও ইনিংস খেলা সূর্যকুমার যাদবের ব্যাটিং নিয়ে। ম্যাচ শেষে সূর্য বন্দনায় প্রোটিয়া কিপার-ব্যাটার রিকলটন। কী বলছেন তিনি?

টানা দু-ম্যচে হারের পর কেকেআরের বিরুদ্ধে দাপুটে জয় মুম্বই ইন্ডিয়ান্সের। মুম্বইয়ের আগুন ঝরানো বোলিংয়ে কেকেআর আলআউট ১১৬ রানেই। ব্যাট হাতে রিকলটনের অপরাজিত ৬২ রান। আর স্কাই ৯ বলে ২৭ রানের ক্য়ামিও ইনিংস খেলেন। ৮ উইকেটের বিশাল জয়ের পর রিকলটন কার্যত ভাষা খুঁজে পাচ্ছিলেন না কী ভাবে সূর্যকুমার যাদবকে বর্ণনা করবেন। এর মধ্যে রাসেলকে মারা একটি শট তাঁর কাছে অবিশ্বাস্য লেগেছে। অফস্টাম্পের বাইরে বুকের উচ্চতার ডেলিভারি ফাইন লেগে ছয় মারেন স্কাই।

ম্য়াচের পর সূর্যকুমারকে নিয়ে রিকলটন বলেন, ‘ওই শটটা নিয়ে কী বলব ঠিক বুঝতে পারছি না। এটা আমার কল্পনার বাইরে। আমি কুইনিকে (কুইন্টন ডি’কক) বলেছিলাম যে, সূর্যকুমার যা খুশি করতে পারে। ও এমন কিছু শট খেলে, যা আমি কেবল কল্পনা করতে পারি। আর ও অবলীলায় লক্ষ লক্ষ বার এই শট খেলেছে। এতদিন টিভিতে দেখেছি। উল্টো দিক থেকে একের পর এক অনন্য শট দেখার সুযোগ হল। আমি এটা মারার চেষ্টা করব না। আমি খুশি যে ও আমাদের দলে রয়েছে।’

মাত্র ১১৭ রানের টার্গেট। প্রথম দু-ওভারে সুইংয়ে চাপে পড়েছিলেন মুম্বইয়ের দুই ওপেনার রায়ান রিকলটন ও রোহিত শর্মা। এরপরই হাত খুলতে শুরু করেন প্রোটিয়া ব্যাটার রিকলটন। একটি প্রান্ত আগলে রেখেছিলেন। আইপিএলে প্রথম হাফসেঞ্চুরি। রিকলটন বলেন,’সময় নিয়েছি। সত্যি বলতে, শুরুতে ব্যাটে-বলে হচ্ছিল না। সুযোগের জন্য অপেক্ষা করতে হয়েছিল। শুরুর দিকে মুভমেন্ট হচ্ছিল।’