IPL 2024: রবিবাসরীয় MI-CSK ম্যাচের আগে বড় ধামাকা, এক ফ্রেমে তিন মাস্টারমাইন্ড
MI vs CSK: রবিবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলে (IPL) হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স বনাম ঋতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংসের ম্যাচ। তার আগে এক ফ্রেমে দেখা গেল সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মাকে। তিন মাস্টারমাইন্ডের ঠিক কী নিয়ে আলোচনা হল?

কলকাতা: একবার ভাবুন তো আপনি গিয়েছেন এক রেস্তোরাঁয়। আর ঠিক আপনার সামনের টেবলে বসে রয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং রোহিত শর্মা (Rohit Sharma)। নিজের চোখকে হয়তো বিশ্বাস করতে পারবেন না অনেকেই। ঠিক সেটাই হয়েছে এ বার। রবিবার রাতে আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ। তার আগে এক ফ্রেমে দেখা গেল তিন মাস্টারমাইন্ডকে। ঠিক কী নিয়ে আলোচনা হল তাঁদের?
Sachin Tendulkar, MS Dhoni & Rohit Sharma together in Mumbai.
– The Reunion of Three Icons..!!!!🐐 pic.twitter.com/NuTj6T5yQ2
— CricketMAN2 (@ImTanujSingh) April 12, 2024
সচিন-ধোনি-রোহিতের আলোচনা যে বিষয় নিয়েই হোক না কেন, নেটিজ়েনরা তাঁদের একসঙ্গে দেখে বিরাট খুশি হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে এক টেবলে বসে থাকার ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে সকলে কমেন্টে ভরিয়েছেন। একজন লিখেছেন, ‘যদি বিরাট কোহলি ওখানে থাকতেন, তা হলে এটা এক্কেবারে পারফেক্ট ছবি হত।’ কিন্তু হঠাৎ মাস্টার ব্লাস্টারের সঙ্গে মাহি ও হিটম্যান কী করছিলেন? সোশ্যাল মিডিয়া মারফত জানা গিয়েছে তাঁরা একটি বিজ্ঞাপনের জন্য একজোট হয়েছিলেন।
If kohli would be there it is a picture perfect
— Rajesh (@rolexcric) April 12, 2024
উপলক্ষ্য যা-ই হোক না কেন এক ফ্রেমে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মাকে দেখে তাঁদের অনুরাগীরা ভীষণ খুশি হয়েছেন। তিনজনই আইপিএলের সঙ্গে যুক্ত। সচিন তেন্ডুলকর দীর্ঘদিন অবসর নিয়েছেন। এ বারের আইপিএলেও তিনি খেলছেন না ঠিকই, কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর সচিন। ফলে তাঁকে মাস্টারমাইন্ড বলা যায়। আর ধোনি ও রোহিত দু’জনই এখন সিএসকে এবং মুম্বইয়ের ক্যাপ্টেন নন। এই মরসুমে তাঁরা দু’জনই নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন ক্রিকেটার। কিন্তু নেতা না হলেও তাঁরা যে দলের অন্যতম মাস্টারমাইন্ড সে কথা বলার অপেক্ষা রাখে না।
They met for an ad pic.twitter.com/udBf1iHu5I
— Ayush 🚩 (@ayriick_) April 12, 2024
মুম্বইয়ের ওয়াখেড়ে স্টেডিয়ামে রবি-রাতে মুখোমুখি হবেন রোহিত-ধোনিরা। তার আগে মায়ানগরীর ক্রিকেট প্রেমীরা মাহি-জ্বরে কাবু। চেন্নাই সুপার কিংস তাদের সোশ্যাল মিডিয়া সাইটে একটি ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে দেখা গিয়েছে সিএসকের টিম বাস ঘিরে মুম্বইয়ের ক্রিকেট প্রেমীদের উন্মাদনা।
The WankheDEN Vibes! Overwhelmed! 💛🥳#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/lPmkFl8vn3
— Chennai Super Kings (@ChennaiIPL) April 12, 2024





