থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা চাপে ফেলছে বুমরাদের

sushovan mukherjee |

Feb 05, 2021 | 8:23 PM

বুমরার কথায়, 'কোভিড আইনের ফলে আমরা থুতু ব্যবহার করতে পারছি না। যে কারণে বল নরম হয়ে গেলে ঠিকঠাক পালিশ ধরে রাখা যাচ্ছে না। ওই সময় কিন্তু বলের পরিচর্যা চালিয়ে যাওয়া খুব কঠিন একটা কাজ হয়ে যাচ্ছে।'

থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা চাপে ফেলছে বুমরাদের
ছবি-বিসিসিআই টুইটার।

Follow Us

চেন্নাই: থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা পেস বোলারদের কাজটা কঠিন করে তুলেছে। এমনই বক্তব্য ভারতীয় পেস বোলার জশপ্রীত বুমরার। চিপক টেস্টের প্রথম দিন তিনটে সেশন মিলিয়ে মাত্র ৩টে উইকেট ফেলতে পেরেছে ভারত। বুমরারা থুতু ব্যবহার করতে পারছেন না বলেই পুরোনো বল কার্যকরীতা হারাচ্ছে।

দিনের শেষ বলে ডম সিবলির উইকেট নেওয়া বুমরার স্পষ্ট কথা, ‘কিছুক্ষণ পরেই বল নরম হয়ে যাচ্ছে। যে কারণে বাউন্সের সংখ্যা কমছে। বল পালিশ করার বিকল্পগুলোও আর হাতে নেই।’

ক্রিকেটে এখন বল পালিশ করতে গেলে পেস বোলাররা শুধু ঘাম ব্যবহার করতে পারেন। যা পালিশ ধরে রাখার জন্য যথেষ্ট নয়। এ নিয়ে সারা বিশ্ব জুড়েই জোরে বোলাররা নানা মন্তব্য করছেন। কিন্তু করোনার জন্য থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা এখনও তোলেনি আইসিসি।

বুমরার কথায়, ‘কোভিড আইনের ফলে আমরা থুতু ব্যবহার করতে পারছি না। যে কারণে বল নরম হয়ে গেলে ঠিকঠাক পালিশ ধরে রাখা যাচ্ছে না। ওই সময় কিন্তু বলের পরিচর্যা চালিয়ে যাওয়া খুব কঠিন একটা কাজ হয়ে যাচ্ছে।’

আরও পড়ুন:চিপকে রানের পাহাড় চাইছেন রুটরা

বিদেশের মাটিতে তাও বলের পালিশ ধরে রাখা কিছুটা সহজ কাজ। কিন্তু ভারতের মাটিতে, তীব্র আর্দ্রতায়, গরমে বলের পালিশ রাখা সম্ভব নয়। বুমরা যা নিয়ে বলছেন, ‘ভারতে বলের পালিশ তাড়াতাড়ি উঠে যায়। তাতে বলের ওজন বেড়ে যায়। যে কারণে বলের একটা দিক সর্বক্ষণ পালিশ রাখতে হয়। ঘাম দিয়ে পালিশ করে বল ঠিকঠাক রাখা সম্ভব হয় না। শুধু ঘাম দিয়ে বলের একটা দিক ভারী করা যায় না।’

বুমরা অবশ্য কোভিড নিয়মের উর্ধ্বে উঠতে চান না। বলছেনও, ‘যা পরিস্থিতি, তাতে নিয়ম মানতে হবে।’

Next Article