Sanju Samson: ধোনির চেন্নাইকে হারিয়েও অস্বস্তি, রানহীন সঞ্জুর বিরাট জরিমানা কেন?
RR, IPL 2023: ১৬তম আইপিএলে ৪টি ম্যাচের ৩টি জয় ও ১টি হার রাজস্থানের। পয়েন্ট টেবলের মগডালে রয়েছে সঞ্জু স্যামসনের দল।
চেন্নাই: চিপকের হাউসফুল গ্যালারি বুধ-রাতে একটা সময় এক নিমেষে মুষড়ে গিয়েছিল। ঠিক যে সময় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ বলে মাহির ব্যাটে জয়ের জন্য প্রয়োজনীয় ছক্কাটি এল না। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) মাইলফলক ম্যাচে শেষ অবধি ৩ রানে হেরে মাঠ ছাড়তে হয়েছে চেন্নাইকে। অন্যদিকে গত বারের রানার্সরা চিপকে ধোনির চেন্নাইকে হারিয়ে আইপিলের (IPL) লিগ টেবলের মগডালে উঠে গিয়েছে। তবে সিএসকের বিরুদ্ধে রান পাননি রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। খাতা খোলার আগেই রবীন্দ্র জাডেজা বোল্ড আউট করেন সঞ্জুকে। ম্যাচ জিতেও রানহীন সঞ্জু অস্বস্তিতে পড়েছেন। তাঁর বিরাট জরিমানাও হচ্ছে। কিন্তু কেন জানেন? বিস্তারিত রইল TV9Bangla-র এই প্রতিবেদনে।
আসলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৬তম আইপিএলের ১৭তম ম্যাচে স্লো ওভার রেটের জন্য বিপুল অঙ্কের জরিমানা করা হয়েছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে। চলতি আইপিএলে পরপর দু’টো ম্যাচে জিতল রাজস্থান রয়্যালস। কিন্তু ধোনিদের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য শাস্তির মুখে পড়তে হল সঞ্জুকে। আইপিএল থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “বুধবার চেন্নাইয়ের চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল-২০২৩ এক ম্যাচে স্লো ওভার রেটের জন্য রাজস্থান রয়্যালসকে জরিমানা করা হয়েছে। এটি যেহেতু এই দলের এই মরসুমের প্রথম ভুল, তাই আইপিএলের কোড অফ কন্ডাক্ট অনুযায়ী অধিনায়ক সঞ্জু স্যামসনকে ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।”
প্রসঙ্গত, বুধ-রাতে চেন্নাইয়ের চিপকে ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নেমেছিল পিঙ্ক আর্মি। মাইলফলক ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে রাজস্থান। জয়ের জন্য সিএসকের প্রয়োজন ছিল ১৭৬ রান। সেই ম্যাচে শেষ অবধি ৩ রানে ধোনির দলকে হারিয়েছে সঞ্জু স্যামসনের পিঙ্ক আর্মি। রাজস্থান রয়্যালসের পরবর্তী ম্যাচ ১৬ এপ্রিল, রবিবার। প্রতিপক্ষ হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।