Sanju Samson: সঞ্জু স্যামসনের সেঞ্চুরিতেও হার, রাহানের মুম্বইকে ‘শক’ দিল ওড়িশা
Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফিতে গ্রুপ এ-তে রয়েছে মুম্বই ও কেরল। দু-দলেরই নকআউট নিশ্চিত। তবে শেষ দুই ম্যাচে হতাশার পারফরম্যান্স শক্তিশালী মুম্বইয়ের। অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন মুম্বইকে দু-ম্যাচে শক ত্রিপুরা ও ওড়িশার। এ দিন হার ওড়িশার কাছে। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ১৯৯ রান করে ওড়িশা। সেই রান তুলতেই রাহানেরা হিমশিম খাবেন, এ যেন অপ্রত্যাশিত। সদ্য টেস্ট দল থেকে বাদ পড়েছেন রাহানে। হয়তো সে কারণেও আত্মবিশ্বাসে ঘাটতি হতে পারে রাহানের।
মুম্বই: দক্ষিণ আফ্রিকা সফরের আগে দুরন্ত ব্যাটিং সঞ্জু স্যামসনের। তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে প্রবল ডামাডোল। অনেকেই হতভাগ্য ক্রিকেটারও বলে থাকেন সঞ্জুকে। এ বছর ওয়ান ডে বিশ্বকাপ ছিল, সঞ্জু তার আগে সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টিতে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা সফরে রাখা হয়েছে ওয়ান ডে স্কোয়াডে। বিজয় হাজারে ট্রফিতে এ দিনও ভাগ্য সঙ্গ দিল না। সেঞ্চুরি করলেও জিতল না দল। অন্য দিকে, টানা দ্বিতীয় ম্যাচে তথাকথিত দুর্বল দলের কাছে হার শক্তিশালী মুম্বইয়ের। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিজয় হাজারে ট্রফিতে গ্রুপ এ-তে রয়েছে মুম্বই ও কেরল। দু-দলেরই নকআউট নিশ্চিত। তবে শেষ দুই ম্যাচে হতাশার পারফরম্যান্স শক্তিশালী মুম্বইয়ের। অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন মুম্বইকে দু-ম্যাচে শক ত্রিপুরা ও ওড়িশার। এ দিন হার ওড়িশার কাছে। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ১৯৯ রান করে ওড়িশা। সেই রান তুলতেই রাহানেরা হিমশিম খাবেন, এ যেন অপ্রত্যাশিত। সদ্য টেস্ট দল থেকে বাদ পড়েছেন রাহানে। হয়তো সে কারণেও আত্মবিশ্বাসে ঘাটতি হতে পারে রাহানের। ওড়িশার বিরুদ্ধে ২০০ রান তাড়া করতে নেমে ৩২.৩ ওভারে ১১৩ রানেই অলআউট মুম্বই। অধিনায়ক রাহানে ১২ বলে ৭ রানেই ফেরেন। জাতীয় দলের অলরাউন্ডার শিবম দুবের অবদান ১৭ বলে ৮ রান।
অন্য ম্যাচে রেলওয়েজের কাছে হার কেরলের। সঞ্জু স্যামসনের অধিনায়কোচিত ইনিংসও জেতাতে ব্যর্থ। যুবরাজ সিংয়ের সেঞ্চুরিতে কেরলকে ২৫৬ রানের টার্গেট দেয় রেলওয়েজ। মাত্র ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে কেরল। যদিও সঞ্জু স্যামসনের সৌজন্যে সেখান থেকেও জয়ের স্বপ্ন দেখছিল কেরল। তবে শেষরক্ষা হল না। ইনিংসের শেষ ওভারে আউট হন সঞ্জু স্যামসন। মাত্র ১৮ রানে হার কেরলের। সঞ্জু ১৩৯ বলে ১২৮ রান করেন।