স্ট্রেচার নেই মাঠে, সতীর্থের কাঁধে চড়ে মাঠ ছাড়লেন মারাত্মক চোট পাওয়া শাদাব! দেখুন ভিডিয়ো
Latest Updates of Shadab Khan: জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে পাকিস্তানে। রবিবার রাওয়ালপিণ্ডি আর সিয়ালকোটের ম্যাচ ছিল। রাওয়ালপিণ্ডি টিমের ক্যাপ্টেন শাদাব খানকে ঘিরে পুরো নাটক। দু'ওভার বল করার পর ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। ফিল্ডিংয়ের সময় বলে পা পড়ে গিয়েছিল। তাতে মারাত্মক চোট পেয়েছেন। গোড়ালি ফুলেও যায়। এই রকম পরিস্থিতিতে তাঁকে মাঠের বাইরে আনার জন্য স্ট্রেচারের ব্যবস্থা ছিল না। এক সতীর্থ ক্রিকেটারের কাঁধে চড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। যা নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছে। করাচির ইউনাইটেড ব্যাঙ্ক স্পোর্টস কমপ্লেক্সে ছিল ওই ম্যাচ। জাতীয় স্তরের টুর্নামেন্টে সাধারণ পরিকাঠামোটুকু থাকবে না কেন, তা নিয়ে কথা উঠে গিয়েছে।
করাচি: পাকিস্তান ক্রিকেট আরও একবার প্রশ্নের মুখে। প্রশাসনিক অব্যবস্থা যে চরমে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের, তারই প্রমাণ মিলল ঘরোয়া ক্রিকেটে। মারাত্মক চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে আসতে ক্রিকেটারকে, যিনি আবার জাতীয় টিমে খেলা নামী মুখ। তাঁকে মাঠ থেকে বের করে আনার জন্য কোনও স্ট্রেচার নেই। এক ক্রিকেটারের কাঁধে চড়ে মাঠের বাইরে বেরোতে হল পাক তারকাকে। অর্থনৈতিক টানাপোড়েনে দেশের হাল চরমে উঠেছে। রাজনৈতিক ডামাডোলও নতুন নয়। সেই দেশের ঘরোয়া ক্রিকেটের হাল কেমন হতে পারে, তারই করুণ ছবি ফুটে উঠল এ বার। যা নিয়ে বিতর্ক চরমে। পাকিস্তানি ক্রিকেট ভক্তরাই প্রশ্ন তুলে দিলেন, সামান্য সুযোগ সুবিধাও যদি দিতে না পারে পিসিবি, তা হলে ক্রিকেট এগোবে কি করে?
জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে পাকিস্তানে। রবিবার রাওয়ালপিণ্ডি আর সিয়ালকোটের ম্যাচ ছিল। রাওয়ালপিণ্ডি টিমের ক্যাপ্টেন শাদাব খানকে ঘিরে পুরো নাটক। দু’ওভার বল করার পর ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। ফিল্ডিংয়ের সময় বলে পা পড়ে গিয়েছিল। তাতে মারাত্মক চোট পেয়েছেন। গোড়ালি ফুলেও যায়। এই রকম পরিস্থিতিতে তাঁকে মাঠের বাইরে আনার জন্য স্ট্রেচারের ব্যবস্থা ছিল না। এক সতীর্থ ক্রিকেটারের কাঁধে চড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। যা নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছে। করাচির ইউনাইটেড ব্যাঙ্ক স্পোর্টস কমপ্লেক্সে ছিল ওই ম্যাচ। জাতীয় স্তরের টুর্নামেন্টে সাধারণ পরিকাঠামোটুকু থাকবে না কেন, তা নিয়ে কথা উঠে গিয়েছে। বড়সড় দুর্ঘটনা ঘটলে সামাল দেওয়া যাবে তো, তাও বলতে শুরু করেছেন সমর্থকরা। এক সমর্থক এক্স-এ লিখেছেন, ‘আমরা কি ১৯৮০ সালে পড়ে রয়েছি? শাদাব খানকে এ ভাবে মাঠের বাইরে নিয়ে যাওয়া হল? মাঠে স্ট্রেচার পর্যন্ত নেই? স্টেডিয়াম তো করাচিতেই, তাও এত অবহেলা?’
– Another moment of shame.
– A vivid illustration of endless talk and makeshift solutions.
– Shadab Khan had to be taken off the field with a shoulder injury as there were no stretchers available!
Get well soon Shadab 🙏pic.twitter.com/DoQYv8KaRX#PakistanCricket #NationalT20…
— Ash (@Ashsay_) December 3, 2023
বিশ্বকাপে বিপর্যয়ের পর পাকিস্তান টিম থেকে বাদ পড়েছেন শাদাব। অস্ট্রেলিয়া সফরে তাই জায়গা পাননি। বিশ্বকাপের সময় বাবর আজমের ডেপুটি ছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেট খেলছেন তাই। সেখানেই বিপত্তি ঘটেছে। তবে শাদাবের চোট তেমন গুরুতর নয়, এমনও বলা হচ্ছে। শাদাবের চোট নয়, পাক ক্রিকেটের পরিকাঠামোই নিয়েই যত প্রশ্ন।