ICC Champions Trophy 2025: ব্যাটার সাকিব অপ্রয়োজনীয়! চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন হল বাংলাদেশের দল?
Bangladesh Squad for ICC Champions Trophy 2025: আইসিসির দেওয়া ডেডলাইন অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বিসিবি। মিরপুরে এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ এক সংবাদ সম্মেলনে আসন্ন মেগা ইভেন্টের জন্য টাইগারদের স্কোয়াড ঘোষণা করা হয়।
গত কয়েকদিন ধরেই সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) ভাগ্য নিয়ে আলোচনা হচ্ছিল। সম্প্রতি তাঁর বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা পড়েছিল। সেই নিষেধাজ্ঞা জারি রইল। দ্বিতীয় বোলিং টেস্টেও ফেল করেছেন তিনি। এ বার যে কারণে ক্রিকেট মহল বলছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে সাকিব আল হাসানের জায়গা হল না। জানেন কে কে সুযোগ পেলেন বাংলাদেশ টিমে?
সম্প্রতি তামিম ইকবাল জানিয়েছেন, তিনি আর ফিরছেন না আন্তর্জাতিক ক্রিকেটে। অপেক্ষা ছিল সাকিব আল হাসানের। কিন্তু বোলিং অ্যাকশন পরীক্ষায় তিনি ফেল করায় বিকল্প ভাবতে হলে বিসিবিকে। সব মিলিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই অভিজ্ঞ তারকাকেই বাংলাদেশ পাবে না। সঙ্গে ছিল লিটন দাসের বাদ পড়ার গুঞ্জন। সেটাও সত্যি হয়েছে। তামিম-সাকিব-লিটনকে ছাড়াই টাইগারদের আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আইসিসির দেওয়া ডেডলাইন অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বিসিবি। মিরপুরে এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ এক সংবাদ সম্মেলনে আসন্ন মেগা ইভেন্টের জন্য টাইগারদের স্কোয়াড ঘোষণা করা হয়। ৮ দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশ টিমকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে ১৯ ফেব্রুয়ারি। টুর্নামেন্ট চলবে ৯ মার্চ পর্যন্ত। ২০ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে।
এই খবরটিও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, পারভেজ হোসেন ইমন, জাকের আলি অনিক, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।