AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shakib Al Hasan: সাকিবের সঙ্গ ছাড়ছে বিসিবি! বাংলাদেশের তারকার নিরাপত্তা নিয়ে বোর্ড সভাপতির স্পষ্ট বক্তব্য

Bangladesh Cricket: বিসিবি সভাপতি ফারুক আহমেদ চান সাকিব আল হাসান কেরিয়ারের শেষ টেস্ট বাংলাদেশেই খেলুন। এই প্রসঙ্গে তিনি বলেন, 'সাকিব যদি দেশে শেষ টেস্ট খেলতে পারেন, তা হলে তার থেকে ভালো কিছু হতে পারে না।'

Shakib Al Hasan: সাকিবের সঙ্গ ছাড়ছে বিসিবি! বাংলাদেশের তারকার নিরাপত্তা নিয়ে বোর্ড সভাপতির স্পষ্ট বক্তব্য
Shakib Al Hasan: সাকিবের সঙ্গ ছাড়ছে বিসিবি! বাংলাদেশের তারকার নিরাপত্তা নিয়ে বোর্ড সভাপতির স্পষ্ট বক্তব্যImage Credit: X
| Updated on: Sep 27, 2024 | 10:00 AM
Share

কলকাতা: নিজের দেশের মাটিতে কেরিয়ারের শেষ টেস্ট খেলতে চান সাকিব আল হাসান (Shakib Al Hasan)। কানপুরে ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে নিজের অবসরের কথা জানিয়েছেন সাকিব। টি-২০ থেকে অবসর ঘোষণা করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। একইসঙ্গে জানান, যদি পর্যাপ্ত নিরাপত্তা পান, তা হলে মীরপুরে টেস্ট কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে চান। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সাকিবের আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। এ বার তিনি নিজেই অবসরের কথা জানিয়ে দিয়েছেন। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি তাঁর শেষ ওডিআই টুর্নামেন্ট, একথাও বলেছেন সাকিব। এরই মাঝে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ জানিয়ে দিয়েছেন, সাকিবের নিরাপত্তার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে নেই।

সাকিব আল হাসানের নিরাপত্তা নিয়ে বিসিবি সভাপতি শের ই বাংলা স্টেডিয়ামে নিজের স্পষ্ট বক্তব্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সাকিবের নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই। তাঁকেই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সরকারের পক্ষ থেকে ওকে নিরাপত্তা দিতে পারে। বোর্ড এই ব্যাপারে কিছু বলতে পারবে না। কোনও একজন ক্রিকেটারকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই বিসিবির। আমি কোনও এজেন্সি নই, পুলিশ নই, ব়্যাবও (ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন) নই। সরকারের তরফ থেকে নিরাপত্তার বিষয়টি পরিষ্কার করা দরকার।’

বিসিবি সভাপতি ফারুক আহমেদ একইসঙ্গে চান সাকিব কেরিয়ারের শেষ টেস্ট বাংলাদেশেই খেলুন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিব যদি দেশে শেষ টেস্ট খেলতে পারেন, তা হলে তার থেকে ভালো কিছু হতে পারে না। ও এই মুহূর্তে নিজের জীবনের খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা ওকে আলাদা করে কিছু বোঝানোর চেষ্টা করিনি। ও মনে করেছে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। তাই আমি ওর সিদ্ধান্তকে সম্মান জানাই।’