IPL 2025, Shardul Thakur: ‘আমাদেরও সুযোগ দেওয়া হোক’, বোলারদের হয়ে বোর্ডের কাছে আর্জি শার্দূলের
Lucknow Super Giants: টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছয়। দর্শকরা এতে আনন্দই পান। হাতে গোনা কিছু ম্যাচেই ভূমিকা নিতে দেখা যায় বোলারদেরও। বোলারদের সহায়তায় আইপিএলের তরফে রাতের ম্যাচে বল-বদলের নিয়মও আনা হয়েছে। আরও কিছু পরিবর্তন রয়েছে বলে মনে করেন অনেকেই।

পিচ নিয়ে অসন্তোষ যেন কমছে না। কেকেআর, চেন্নাই সুপার কিংসের পর এ বার লখনউ শিবিরেও। শুধু পিচই নয়, আরও নানা বিষয়কেই উল্লেখ করেছেন লখনউ সুপার জায়ান্টস অলরাউন্ডার। আইপিএলটা যেন শুধুই বিনোদনের মাধ্যম হয়ে না দাঁড়ায়, বোর্ডের কাছে আর্জি জানিয়েছেন শার্দূল ঠাকুর। ব্যাটে-বলে ভারসাম্য আনা জরুরি, সেই বিষয়টিই তুলে ধরেন। হাই স্কোরিং পিচ, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের মতো বিভিন্ন বিনোদনমূলক উপাদানকে আইপিএল থেকে বাদ দেওয়ার আবেদন শার্দূল ঠাকুরের।
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছয়। দর্শকরা এতে আনন্দই পান। হাতে গোনা কিছু ম্যাচেই ভূমিকা নিতে দেখা যায় বোলারদেরও। বোলারদের সহায়তায় আইপিএলের তরফে রাতের ম্যাচে বল-বদলের নিয়মও আনা হয়েছে। আরও কিছু পরিবর্তন রয়েছে বলে মনে করেন অনেকেই। ব্যাটাররা মুড়ি-মুড়কির মতো ছয় চার হাঁকাচ্ছেন। হামেশাই ২০০-র উপরে টার্গেট দিচ্ছে যে কোনও টিম। গত বারের আইপিএলে মোট ৭৪ ম্যচের মধ্যে ৪১টি ম্যাচেই ২০০-এর উপরে রান হতে দেখা গিয়েছে। আর, এ বছর ইতিমধ্যেই ১০টি ২০০ প্লাস স্কোর। আবার ২০০ প্লাস রান তাড়া করে জেতাটাও যে অসম্ভব নয়, সেটাও দেখা গিয়েছে।
লখনউ সুপার জায়ান্টসের অলরাউন্ডার শার্দূল ঠাকুর বলেন, ‘এটা শুধু আমার দাবি নয়, এটা সব বোলারদের দাবি। তারা হয়তো বলতে পারছে না, অথবা মিডিয়ার সামনে বলার সুযোগ পাচ্ছেন না বা হয়তো কোনও সাক্ষাৎকারে পিচের অবস্থা সম্পর্কে বলার সুযোগ পায়নি। সব বোলাররাই চাইছেন যেন এমন পিচ বানানো হয়, যাতে খেলার ভারসাম্য থাকে। শুধুমাত্র ব্যাটাররা এক-তরফা এসে বোলারদের হিট করবে, এমনটা যেন না হয়। কারণ, আমরা চাই যাতে সবাই সমান সুযোগ পায়।’
তিনি আরও বলেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম একটি বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। প্রতিটা দলই একজন বাড়তি ব্যাটার খেলানোর সুযোগ পাচ্ছে। এই ২৫০ স্কোর হচ্ছে তা কেবল নিয়ম পরিবর্তনের কারণে নয়। পিচও গুরুত্বপূর্ণ কারণ। আমরা কেবল একটি বোলিং ইউনিট হিসেবে বলছি যে, আমাদেরও ন্যায্য সুযোগ দেওয়া উচিত। বোলাররাও যাতে পিচ থেকে একটু সুবিধা পায়।’





